নানকে ধর্ষণের অভিযোগ, কেরালায় বিশপ আটক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার এক রোমান ক্যাথলিক বিশপকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 07:21 AM
Updated : 22 Sept 2018, 07:21 AM

ফ্রাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে এক নানকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গত সপ্তাহে নিজেই দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন ফ্রাঙ্কো। ভ্যাটিকান তাতে সাড়া দেওয়ার পর শুক্রবার পুলিশ জলন্ধরের দায়িত্বপ্রাপ্ত এ বিশপকে গ্রেপ্তার করে।

“তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে,” বলেন কোচি পুলিশের মহাপরিদর্শক বিজয় সাখারে।

ফ্রাঙ্কো বা তার আইনজীবীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও আগে এক সাক্ষাৎকারে বিশপ তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।

ভ্যাটিকানের মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ধর্ষণের অভিযোগ ওঠায় ফ্রাঙ্কোকে আটকের দাবিতে ভারতজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ছিল।

রোববার ভ্যাটিকানের কাছে লেখা আবেদনে বিশপ নিজেই তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দিতে অনুরোধ জানান। বৃহস্পতিবার তাতে সম্মতি দেয় রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ পরিষদ। এর একদিন পরই ৫৪ বছর বয়সী ফ্রাঙ্কো গ্রেপ্তার হন। 

এমন এক সময়ে ফ্রাঙ্কো গ্রেপ্তার হলেন, যখন কেরালার খ্রিস্টান সম্প্রদায় একের পর এক মামলার খবরে বিপর্যস্ত।

যৌন নির্যাতনের অভিযোগে গত মাসেও রাজ্যটির ৫জন ধর্মযাজককে গ্রেপ্তার করা হয়েছিল। 

ভারতের বাইরে যুক্তরাষ্ট্র, চিলি, অস্ট্রেলিয়া, জার্মানিসহ নানান দেশে ক্যাথলিক গির্জাগুলোর বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানি ও শিশু নির্যাতনের অভিযোগ উঠছে।

গির্জার শিশুদের সুরক্ষা নিশ্চিতে পোপ ফ্রান্সিস আগামী বছরের ২১-২৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে কর্মরত বিশপদের অভূতপূর্ব এক সভাও ডেকেছেন। 

ফ্রাঙ্কো ১৯৯০ সালে উত্তর ভারতের পাঞ্জাবে ধর্মযাজক হিসেবে নিয়োগ পান; পাঁচ বছর আগে তাকে জলন্ধরের বিশপ মনোনীত করা হয়।