কাশ্মিরে গোলাগুলিতে ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2018, 11:25 AM
Updated : 15 Sept 2018, 11:45 AM

এনডিটিভি জানিয়েছে, কুলগাম জেলার একটি গ্রামে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে, গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে শনিবার ভোরে শ্রীনগর থেকে ৭২ কিলোমিটার দক্ষিণপূর্বে চৌগামে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী।

তারা চারদিক ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে এবং তিন বিচ্ছিন্নতাবাদীকে গুলি করে হত্যা করে। এরপর দুপক্ষের মধ্যে গোলাগুলিতে আরও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বন্দুক ও অন্যান্য অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে।

নিহত পাঁচ বিচ্ছিন্নতাবাদী লস্কর ই তৈয়বা ও হিজবুল মুজাহিদীন গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশের এক মুখপাত্র।

নিহতদের মধ্যে একজন গত বছর একটি ক্যাশ ভ্যানে হামলার সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছেন তিনি। ক্যাশ ভ্যানে হামলায় ওই ঘটনায় পাঁচ পুলিশ ও দুই ব্যাংক রক্ষী নিহত হয়েছিল।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, “প্রথমে ঘটনাস্থল থেকে বেসামরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের মোকাবিলা শুরু করে।”

ঘটনা চলাকালে বারামুল্লা ও কাজিগান্দের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়, পাশাপাশি মোবাইল ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়।

নিহতদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং তারা সবাই জম্মু ও কাশ্মির রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।