তেলেঙ্গানায় বাস দুর্ঘটনা: সেরার পুরস্কার পেয়েছিলেন চালক

ভারতের তেলেঙ্গানায় দুর্ঘটনা কবলিত বাসটির চালক এক মাস আগে সেরা চালকের পুরস্কার পেয়েছিলেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 03:51 PM
Updated : 12 Sept 2018, 03:51 PM

দুর্ঘটনায় বাস চালকও মারা গেছেন বলে জানায় এনডিটিভি।

তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার (টিএসআরটিসি) ওই বাসটি মঙ্গলবার জাগতিয়াল জেলার একটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে  ঘটনাস্থলেই ৫৭ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা গেছেন আরও এক নারী।

বাসের বেশিরভাগ আরোহী ছিলেন তীর্থযাত্রী। তারা কোন্ডাগাত্তুতে হনুমান মন্দির দর্শন শেষে জাগতিয়ালে ফিরছিলেন। 

বাসটি ৫৪ আসনের হলেও সেটিতে ৮৬ জন যাত্রী ছিল বলে জানায় স্থানীয় কর্মকর্তারা। যে কারণে দুর্ঘটনার পর কয়েকজন দমবন্ধ হয়ে মারা গেছেন।

রাজ্য সরকারের কাছে টিএসআরটিসি প্রাথমিক যে প্রতিবেদন পেশ করেছে তাতে বলা হয়েছে, হয় চালক বিপরীত দিকে থেকে আসা কোনো যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বা পাহাড়ি রাস্তায় তীক্ষ্ণ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে এখনও তদন্ত চলছে।

চালক তেল বাঁচাতে ঝুঁকিপূর্ণ ‘শর্টকাট’ রাস্তায় চলছিলেন বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম যে খবর প্রকাশ করেছে তা ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন জাগতিয়াল পুলিশের উপমহা পরিদর্শক ভেঙ্কট রামান।

তিনি বলেন, ওটাই যান চলাচলের নিয়মিত পথ এবং চালকও ওই পথে নিয়মিত যাতায়াত করতেন।

“নিহত বাস চালক শ্রীনিভাস গত মাসেই সেরা চালকের পুরস্কার পেয়েছিল। জ্বালানি সাশ্রয়ের জন্যও তিনি দক্ষ চালক হিসেবে পুরস্কার পেয়েছেন।”

অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও টিএসআরটিসি কর্মকর্তাদের।