আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৮

আফগানিস্তানের নানগারহার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 09:36 AM
Updated : 12 Sept 2018, 09:36 AM

সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহীদের চালানো হামলাগুলোর মধ্যে এটি অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার নানগার প্রদেশের রাজধানী জালালাবাদ ও পার্শ্ববর্তী দেশে পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিংয়ের মধ্যবর্তী মহাসড়কে এক প্রতিবাদ সমাবেশে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাকিস্তানের নিকটবর্তী মোমান্দ দারা জেলার এক পুলিশ কমান্ডারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেখানে জড়ো হয়েছিল কয়েকশত লোক। আত্মঘাতী হামলাকারী তাদের লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘ্টায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে লোকজন ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে প্রতিবাদ অব্যাহত রাখতে আরও বেশি লোক সেখানে জড়ো হয়। ওই পুলিশ প্রধানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু জানা যায়নি।  

কর্তৃপক্ষ প্রথমে নিহতের সংখ্যা ৩২ জন জানালেও রাতে আহতদের মধ্যে অনেকের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে যায়। হামলায় আরও ১৬৫ জন আহত হয়েছে।

সম্প্রতি একের পর এক হামলায় দেশটিতে কয়েকশত লোক নিহত হয়েছে। 

অক্টোবরে আফগানিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা আছে। নির্বাচন প্রতিরোধ করার ডাক দিয়েছে তালেবান। কিন্তু এ হামলায় তারা জড়িত নেই বলে জানিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নানগারহারে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত অবস্থান আছে।