প্রধানমন্ত্রী ইমরানের শপথ শনিবার

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে দেশের ২২ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। শনিবারই শপথ নেবেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 02:12 PM
Updated : 17 August 2018, 06:07 PM

ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে প্রার্থী ছিলেন দুইজন। একজন হচ্ছেন, পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান এবং অপরজন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।

শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে অ্যাসেম্বলির নব নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত হওয়ার পর ভোট শুরু হলে প্রত্যাশিতভাবেই তাতে জিতে যান পিটিআই নেতা ইমরান খান। তাকে ভোট দেন ১৭৬ সদস্য। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহবাজ পান ৯৬ ভোট।

গত জুলাইয়ের নির্বাচনে ইমরান খানের পিটিআই পার্লামেন্টে বেশির ভাগ আসন পেয়েছিল। ছোট দলগুলো নিয়ে তার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি তখনই একরকম নির্ধারিত হয়ে যায়।

সেই ছোট দলগুলোর সাহায্যেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীত্ব নিশ্চিত হল ইমরানের। রাজনীতি জগতে পা দেওয়ার দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

প্রধানমন্ত্রী হিসাবে বাড়তে থাকা অর্থনৈতিক সঙকট জর্জরিত একটি দেশ হাতে পাচ্ছেন ইমরান। তবে এ অবস্থা থেকেই একটি ‘নতুন পাকিস্তান’ গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি।

নির্বাচনের আগেই বিবিসি কে ইমরান বলেছিলেন, তিনি নির্বাচিত হলে প্রথমেই অর্থনীতির দিকে নজর দেবেন।

গত ২৫ জুলাইয়ে সাধারণ নির্বাচনের পর ইমরান কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসারও অঙ্গীকার করেছিলেন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পারষ্পরিক লাভজনক’ সম্পর্ক গড়তে চান বলে জানিয়েছিলেন তিনি।