কাশ্মিরে বন্দুক যুদ্ধে ৫ জঙ্গি নিহত

ভারতের জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে পাঁচ জঙ্গি নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 05:47 AM
Updated : 4 August 2018, 05:47 AM

শুক্রবার রাতে প্রাদেশিক রাজধানী শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে শোপিয়ানে ওই বন্দুক যুদ্ধ শুরু হয়।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এনডিটিভি জানায়, শনিবার সকালে চার জঙ্গিকে হত্যা করা হয়।

অন্য একজনের গুলিবিদ্ধ মৃতদেহ শোপিয়ানের কিলোরা গ্রাম থেকে শুক্রবার রাতে উদ্ধার করা হয়।

মৃতদেহটি লস্কর-ই-তায়েবা নেতা উমর মালিকের। সেখান থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

এদিন স্থানীয় বাসিন্দারা এক বেসামরিক নাগরিককে পাথর ছুড়ে হত্যা ‍করেছে বলেও জানায় পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত থেকেই নিরাপত্তা বাহিনী কিলোরা গ্রামটি ঘিরে রেখেছিল।

এক পর্যায়ে তারা অভিযান শুরু করলে জঙ্গিরাও পাল্টা গুলি ছোড়ে বলে জানায় পুলিশ।