আফগানিস্তানে মসজিদে জঙ্গি হামলায় নিহত ৩৯

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে গারদেজ সিটির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2018, 12:50 PM
Updated : 3 August 2018, 05:08 PM

শুক্রবার জুম্মার নামাজের সময় দুপুর দেড়টার দিকে ইমাম-ই জামান মসজিদে কালো কাপড়ে মুখ ঢাকা দুই জঙ্গি ঢুকে পড়ে হামলা চালায় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, পুলিশের প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, লোকজন মসজিদের ভেতরে থাকার সময়ই বোমা বিস্ফোরণ ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, শিয়া মুসলিমরা নামাজ পড়ার সময় এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।

দ্বিতীয় আরেকজন হামলাকারী মুসল্লিদের ওপর গুলি চালায়। পরে মসজিদের রক্ষীরা তাকে ‍গুলি করে হত্যা করে।

এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে বিস্ফোরণে আহতদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে। হামলার দায়ও কেউ স্বীকার করেনি।