কাবুলে তিন বিদেশিকে অপহরণের পর হত্যা

আফগানিস্তানে আন্তর্জাতিক একটি ফুড কোম্পানিতে কর্মরত তিন বিদেশিকে অপহরণের পর হত্যা করেছে জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 09:42 AM
Updated : 2 August 2018, 09:52 AM

বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা কর্মকর্তা ও কূটনীতিকদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কাবুলে দায়িত্বরত এক জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, ওই তিন বিদেশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুড ও ক্যাটারিং কোম্পানি সোদেস্কোর কর্মী ছিলেন।

কাবুলের পুলিশ প্রধানের মুখপাত্র হাশমত স্টানেকজাই রয়টার্সকে বলেছেন, “একজন ভারতীয়, একজন মালয়েশীয় ও একজন মেসেডোনীয় নাগরিককে অপহরণের পর হত্যা করা হয়েছে। তাদের মৃতদেহ পেয়েছি আমরা।”

আফগানিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মৃতদেহগুলোর পাশে পরিচয়পত্র পাওয়ার পর নিশ্চিত হওয়ার জন্য ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য আফগানিস্তানে কর্মরত সোদেস্কোর কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে বলে জানিয়েছে রয়টার্স।