মুম্বাই-গোয়া মহাসড়কে বাস খাদে, নিহত ৩৩

ভারতের মহারাষ্ট্রের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পিকনিকের বাস খাদে পড়ে ৩৪ আরোহীর ৩৩ জনই মারা গেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2018, 01:44 PM
Updated : 28 July 2018, 01:44 PM

দুমড়েমুচড়ে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ।

শনিবার সকালে মুম্বাই-গোয়া মহাসড়কের রাইগাদ জেলার পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তা থেকে পিছলে ৫০০ ফুট নিচে গিরিখাদে পড়ে যায়। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের এক কর্মকর্তা বলেন, “আমরা ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাকবলিত বাসটির মাত্র একজন যাত্রী প্রাণে বেঁচেছেন। মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।”

দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একমাত্র যাত্রী খাদ বেয়ে উপরে উঠে পুলিশকে খবর দেন।

ড. বালাসাহেব সাওয়ান্ত কোনকান কৃষি বিদ্যাপীঠের ওই কর্মীরা পিকনিকে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।