৩টি ব্রোকারেজ হাউজকে জরিমানা

অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব সময়ের মধ্যে দাখিল না করার কারণে তিনটি ব্রোকারেজ হাউজকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2018, 06:07 PM
Updated : 24 July 2018, 06:07 PM

ব্রোকারেজ হাউজগুলো হল- ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট, এবি অ্যান্ড কোম্পানি এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট।

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই জরিমানার সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রোকারেজ হাউজগুলো ২০১৬-১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব যথাসময়ে দাখিল না করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা লংঘন করেছে।