বিমান দুর্ঘটনার ৫০ বছর পর মিললো লাশ

ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১৯৬৮ সালে বিধ্বস্ত হওয়ার অর্ধশতাব্দি পর বিমানটির এক আরোহীর লাশ মিলেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 01:22 PM
Updated : 21 July 2018, 01:39 PM

পর্বতারোহীদের একটি দল ১ জুলাই হিমাচল প্রদেশের ঢাকা হিমবাহের বরফে জমাট বাধা লাশটি খুঁজে পায় বলে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।  

১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান এএন-১২ চন্ডিগড় থেকে ১০২ জন আরোহী নিয়ে লেহ্-র উদ্দেশ্যে রওনা হয়েছিল। লে্হ্-র কাছাকাছি যাওয়ার পর আবহাওয়া খারাপ থাকায় বিমানটির পাইলট ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর হঠাৎ করেই বিমানটি নিখোঁজ হয়ে যায়।

বিমানটি হিমাচলের লাহাউল উপত্যকায় বিধ্বস্ত হয়েছিল। ২০০৩ সালে ঢাকা হিমবাহে একটি অভিযান চলাকালে ওই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল।

এবার চন্দ্রাভাগা-১৩ পর্বতের শীর্ষ পরিষ্কার করার সময় পবর্তারোহীদের একটি দল ১ জুলাই ওই মৃতদেহটি দেখতে পায়। পর্বতারোহীদের দলটি ৫০ বছর আগে বিধ্বস্ত বিমানটির আরও কিছু যন্ত্রপাতিও পেয়েছে।

ভারতের মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন পর্বত পরিষ্কারের ওই উদ্যোগটি নিয়েছিল।