আফগানিস্তানে বেসামরিক মৃত্যুর নয়া রেকর্ড

চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানের যুদ্ধে বেসামরিক মৃত্যুর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 10:07 AM
Updated : 15 July 2018, 10:16 AM

ওই সময়ের মধ্যে দেশটিতে ১,৬৯২ জন বেসামরিকের মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব সংস্থাটি, খবর বিবিসির।

প্রতিবেদনে জঙ্গি গোষ্ঠীগুলোর বিভিন্ন হামলা ও আত্মঘাতী বোমা হামলাগুলোকে এসব মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের তালেবান বিরোধী অভিযানের মাধ্যমে আফগানিস্তানের যুদ্ধ শুরু হলেও জাতিসংঘ মৃত্যুর ঘটনার রেকর্ড রাখা শুরু করেছে ২০০৯ সাল থেকে। রেকর্ড রাখার পর থেকে বছরের প্রথম ছয় মাসে এটিই সবচেয়ে বেশি বেসামরিক মৃত্যুর ঘটনা।

তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার করা সাম্প্রতিক হামলাগুলোতে পুরো আফগানিস্তানজুড়ে বহু লোকের মৃত্যু হয়।  

ইউনাইটেড ন্যাশন্স অ্যাসিস্ট্যান্ট মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ডকৃত বেসামরিক মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে নিহতের সংখ্যা বাড়লেও আহতের সংখ্যা পাঁচ শতাংশ কমেছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। পাশাপাশি আহত ও নিহতসহ মোট বেসামরিক হতাহতের সংখ্যাও তিন শতাংশ কমেছে বলে বলা হয়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে মোট বেসামরিক হতাহতের সংখ্যা ৫,১২২ জন এবং আহতের সংখ্যা ৩,৪৩০ জন।  

গত মাসে আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবানের নজিরবিহীন যুদ্ধবিরতি সত্বেও মৃতের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে বলে জানিয়েছে ইউএনএএমএ।