মিয়ানমারে জেইড পাথরের খনিতে ভূমিধসে নিহত ১৫

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেইড পাথরের খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 04:29 PM
Updated : 14 July 2018, 04:29 PM

শনিবার হপকান্ত জেইড খনি অঞ্চলের লোন খিন এলাকার এ ঘটনায় আরও ৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের হপকান্ত এলাকার প্রশাসক কাইয়াও সওয়ার অঙ জানিয়েছেন, লোকজন দামি ওই পাথরটি খুঁজে ফেরার সময় পাহাড়ের একটি ঢালু অংশ থেকে কাদামাটি ধসে পড়লে তারা চাপা পড়ে।

ধসে পড়া কাদার ভিতর থেকে ১৫টি মৃতদেহ ও ৪৫ জন আহতকে বের করার পর সেদিনের মতো উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে বলে রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন তিনি। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“বিকাল সাড়ে ৫টায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে, কালকে আবার শুরু করা হবে,” বলেছেন তিনি।

কেউ নিখোঁজ থাকলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য ওই এলাকার লোকজনকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দলের হপকান্ত অঞ্চলের সেক্রেটারি হান থর ঘটনাস্থল থেকে রয়টার্সকে জানিয়েছেন, ধসে পড়া কাদার নিচে আরও লোক চাপা পড়ে থাকতে পারে, কারণ ঘটনাস্থলে প্রায় ১০০ লোক ছিল।

“কাদার ওই স্তূপটি যখন একটি পুকুরের মধ্যে ধসে পড়ে তখন পানিতে কর্মরত লোকজন চাপা পড়ে,” বলেছেন তিনি।

হতাহতরা কোনো কোম্পানির অধীনে কাজ করতো না। মিয়ানমারের এ খনি এলাকাটিতে স্বউদ্যোগে রত্ন খুঁজতে আসা এ ধরনের লোকজন প্রায়ই ভূমিধসের শিকার হয়।

মে-তে একই এলাকায় আরেকটি ভূমিধসের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছিল।