ভারতের মনিপুরে ভূমিধসে ৮ শিশু ও ১ নারী নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে মুষলধারে বৃষ্টিপাতের সময় ভূমিধসে আটটি শিশু ও এক নারী নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 09:05 AM
Updated : 11 July 2018, 09:07 AM

বুধবার রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১৫৫ কিলোমিটার পশ্চিমে তামেংলংয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

তামেংলংয়ের জেলা হাকিম বরীন্দ্রর সিং টেলিফোনে রয়টার্সকে বলেছেন, “বুধবার ভোররাত থেকে শুরু করে তামেংলং এলাকায় পৃথক তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মোট নয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটটি শিশু ও এক নারী রয়েছেন।”

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও লোকজনের খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

জুন থেকে বর্ষকাল শুরু হওয়ার পর ব্যাপক বৃষ্টিপাতে কারণে দেখা দেওয়া হঠাৎ বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে। বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।     

চলতি সপ্তাহে ব্যাপক বৃষ্টিপাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের অনেক নিচু এলাকা প্লাবিত হয়। এতে মুম্বাইয়ের ট্রেন যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও বিঘ্ন ঘটে।