মধ্যপ্রদেশে ব্যাঙের বিয়েতে মন্ত্রী

খরা পীড়িত এলাকায় বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেয়ার প্রচলন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। সম্প্রতি মধ্যপ্রদেশে এরকম এক আয়োজনে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী ললিতা যাদব।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 03:15 PM
Updated : 24 June 2018, 03:15 PM

শুক্রবার মধ্যপ্রদেশের নগরী ছাত্তারপুরে ব্যাঙের বিয়ের অনুষ্ঠান হয় বলে জানায় এনডিটিভি।

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী ললিতা বলেন, “খরা পীড়িত অঞ্চল বুন্দেলখণ্ডে বৃষ্টির জন্য এ আয়োজন করা হয়েছে।”

উত্তর প্রদেশের বারাণসীতেও ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছিল। যদিও সেখানে জীবন্ত ব্যাঙের পরিবর্তে খেলনা ব্যাঙ ব্যবহার করা হয়েছে।

ভারতের মধ্যপ্রদেশে চলছে ব্যাঙের বিয়ের আয়োজন। ছবি: এএনআই

উত্তর প্রদেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র দাবদাহ চলছে।

হিন্দু ধর্ম মতে বৃষ্টির দেবতা ইন্দ্রোকে সন্তুষ্ট করতে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

তাদের একজন বলেন, “আমরা নগরীতে বৃষ্টি চাই। প্রচীনকাল থেকেই ইন্দ্রো দেবকে খুশি করতে ব্যাঙের বিয়ে দেওয়ার প্রচলন আছে। আমরা মারাত্মক দাবদাহে জর্জরিত। সব অঞ্চলে বৃষ্টি হচ্ছে, শুধু বারাণসী ছাড়া। তাই আমরা ইন্দ্রো দেবকে খুশি করতে এ বিয়ের আয়োজন করেছি।”