ঝাড়খণ্ডে ৫ এনজিও কর্মীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি এনজিও’র পাঁচ নারী সদস্যকে মাথায় বন্দুক ঠেকিয়ে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 03:28 PM
Updated : 22 June 2018, 03:28 PM

মঙ্গলবার ঝাড়খণ্ডের প্রত্যন্ত খুঁটি জেলায় এ ঘটনা ঘটে। ওই জেলারই একটি গ্রামে নারী-পাচার নিয়ে সচেতনতা অভিযানে গিয়েছিলেন স্বেচ্ছাসেবী সংস্থাটির একটি দল।

তারা পথনাটিকা করছিলে।  সে সময়ই একদল দুর্বৃত্ত আচমকা সেখানে হাজির হয়ে ৫ নারীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে জোর করে গাড়িতে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ বিবিসি হিন্দি সার্ভিসে একথা জানিয়েছে।

দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবীদের দলটিকে অনুমতি ছাড়া সরকারি প্রকল্প নিয়ে গ্রামে ঢুকার জন্য হুমকি দিয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালিও দিয়েছে। প্রতিবাদ করতে গেলে পুরুষ সদস্যদের মারধর করেছে। এরপরই নারী সদস্যদের ওপর চড়াও হয় তারা।

গোটা ঘটনার ভিডিও বানানো হয় বলেও অভিযোগ আছে। প্রায় চার ঘণ্টা আটকে রাখার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশী নিরাপত্তায় তারা এখন নিরাপদে আছে বলে বিবিসি’কে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় জড়িত সন্দেহে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

কর্মকর্তাদের ধারণা, ধর্ষণকারীরা ওই অঞ্চলে বাইরের কারো প্রবেশের চরম বিরোধী কোনো দলের সমর্থক।