যানজট এড়াতে ঘোড়ায় চড়ে অফিসে!

ভারতের ব্যস্ত নগরী ব্যাঙ্গালুরুর সড়কগুলোতে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ত্যক্ত বিরক্ত এক তরুণ প্রকৌশলী অফিস যাতায়াতে অভিনব এক বাহন বেছে নিয়েছেন, আর সেটি হলো ঘোড়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 11:14 AM
Updated : 16 June 2018, 11:14 AM

এভাবেই দুর্বিসহ যানজটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই তরুণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ছবিতে দেখা যায়,  টিপটপ পোশাক পরা এক তরুণ কাঁধে ল্যাপটপ ব্যাগ ঝুলিয়ে সাদা রঙের ঘোড়ায় চড়ে সড়ক ধরে চলছেন।

ঘোড়ার পেটের কাছে একটি প্ল্যাকার্ড ঝুলছে। যেখানে লেখা, ‘একজন স্যফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে শেষ কর্মদিবস’।

রাস্তার দুইপাশে লোকজন অবাক হয়ে তরুণের কাণ্ড দেখছে। রোজ রোজ তো আর ঘোড়ায় চাপা স্যফ্টওয়্যার ইঞ্জিনিয়ার রাস্তায় দেখতে পাওয়া যায় না।

তরুণ ওই প্রকৌশলীর নাম রুপেশ কুমার ভর্মা বলে জানায় স্থানীয় গণমাধ্যম। যিনি ব্যাঙ্গালুরুর যানজটে ক্লান্ত হয়ে প্রতিবাদের এ পথ বেছে নিয়েছেন।

নিউজ১৮ কে তিনি বলেন,“আমি গত আট বছর ধরে ব্যাঙ্গালুরুতে বসবাস করছি। এখানকার সড়কগুলোর যানজট এবং মারাত্মক দূষিত বায়ুতে আমি বিরক্ত হয়ে পড়েছি।”

ঘোড়ায় চেপে আসায় শুরুতে অফিসের নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে বাধা দিয়েছিল বলেও জানান তিনি।

তবে তার ঘোড়ায় চাপা ছবি যে ভাইরাল হয়ে যাবে তা তিনি কল্পনা করেননি জানিয়ে বলেন, “আমি জানতাম ‍না এটা ভাইরাল হয়ে যাবে। এটা আমার শেষ কর্মদিবস ছিল এবং আমি এভাবেই যানজটের উপর আমার বিরক্তি প্রকাশ করতে চেয়েছিলাম।

“আমাদের এক জায়গায় ৩০ থেকে ৪০ মিনিট বসে থাকতে হয়। এ সমস্যার নানা রকম সমাধান আছে এবং এখানে প্রযুক্তি ব্যবহারের অনেক সুযোগও আছে।”

চাকরি ছেড়ে নিজে নতুন কিছু করার চিন্তা করছেন এই তরুণ।