কাশ্মিরে পত্রিকা সম্পাদককে গুলি করে হত্যা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের একটি পত্রিকা সম্পাদককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 08:40 AM
Updated : 15 June 2018, 08:40 AM

বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় ‘রাইজিং কাশ্মির’ পত্রিকার সম্পাদক সুজাত বুখারির সঙ্গে তার দুই দেহরক্ষীও নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

হুমকিতে থাকা সুজাতকে ২০০০ সাল থেকেই পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রী নগরের তুলনামূলক নিরাপদ স্থান হিসেবে পরিচিত প্রেস কলোনিতে নিজের অফিসের বাইরে ইফতারের সময় গাড়িতে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সুজাত ও তার দেহরক্ষীরা।

শব্দ শুনে অন্য সাংবাদিকরা ছুটে এসে হাসপাতালে পাঠালেও তাদেরকে বাঁচানো যায়নি।

হামলার দায় কেউ স্বীকার না করলেও পুলিশের ধারণা, জঙ্গিরাই সুজাতকে হত্যা করেছে। সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে মোটর সাইকেল আরোহী তিন সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলেও এনডিটিভি জানিয়েছে।

সন্দেহভাজনদের সম্বন্ধে তথ্য দিতে সিসিটিভি ফুটেজের ছবি টুইটারে দিয়ে জনসাধারণের সাহায্যও চেয়েছে কাশ্মির পুলিশ।

পত্রিকা অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময়ই ৫০ বছর বয়সী সুজাত আক্রান্ত হন বলেও জানিয়েছে তারা। সন্ত্রাসীরা সুজাতের

“সন্ত্রাসীরা তার বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছিল। ইফতারের সময় মানুষের ঘরে ফেরার তাড়া থাকায় এই সময়টাই বেছে নিয়েছিল তারা। প্রতিক্রিয়া দেখানোর আগেই দেহরক্ষীসহ গুলিবিদ্ধ হন সুজাত,” বলেন জম্মু ও কাশ্মির পুলিশের প্রধান এসপি ভেইদ।

অপরাধীদের ধরতে সর্বাত্মক অভিযান চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।