মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ধোঁয়াচ্ছন্ন দীপিকা পাডুকোনের বাড়ি

ভারতের মুম্বাইয়ের ওরলি এলাকার একটি বহুতল ভবনের উপরের দিকের একাধিক ফ্ল্যাটে ভয়াবহ আগুন লেগেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 12:07 PM
Updated : 13 June 2018, 12:07 PM

এ ভবনেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন বাস করেন বলে জানিয়েছে এনডিটিভি। তবে আগুনে তার কোনো ক্ষতি হয়নি বলে এক টুইটে জানিয়েছেন দিপীকা নিজেই।

অগ্নিকাণ্ডে আর কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভবনের ৯০ এর বেশি বাসিন্দার সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ‘বোমন্ড টাওয়ার’ নামে ৩৪ তলা ওই ভবনটির ৩৩ তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। উভয় তলাই আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

ভবনের একটি তলায় দীপিকা বাস করেন এবং অন্য একটি তলায় তার অফিস। আগুনে সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি।

অন্তত ১০টি ফায়ার ইঞ্জিন, দুইটি কুইক রেসপন্স ভ্যান এবং পাঁচটি পানির ট্যাঙ্ক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে এক টুইটে জানায় মুম্বাই পুলিশ।

আগুন নিয়ন্ত্রণে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী একত্রে কাজ করছে। এ মাসে এটি মুম্বাইয়ে ভবনে আগুন লাগার তৃতীয় ঘটনা।

মাসের শুরুতে দক্ষিণ মুম্বাইয়ে আয়কর অধিদপ্তর এবং ৯ জুন মুম্বাইয়ের ফোর্ট এলাকায় প্যাটেল চেম্বারসে আগুন লাগে।