স্যোশাল মিডিয়ায় গুজব নিয়ে ভারতে সহিংসতা, নিহত ৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু অপহরণকারী চক্র’ ঘুরে বেড়ানোর গুজব নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যেগুলোতে বিক্ষুব্ধ লোকজনের হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 01:22 PM
Updated : 25 May 2018, 01:22 PM

পুলিশ শুক্রবার জানিয়েছে, স্যোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া বার্তায় অপহরণকারী ওই চক্র সম্পর্কে সতর্ক করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের অন্তত তিনটি রাজ্যে এ সতর্কবার্তা ছড়িয়ে পড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ লোকজন আগন্তুকদের ওপর হামলা করছে। বিশেষ করে উত্তর ভারত থেকে কাজ করতে আসা শ্রমিকরা সহিংসতার শিকার হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, এ ধরনের চক্র আদৌ থাকার কোনো লক্ষণ দেখা যায়নি। পুলিশ ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে জনগণকে পাল্টা বার্তা পাঠাচ্ছে।

 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা টি যোগানন্দ বিবিসি হিন্দি সার্ভিসের কর্মী ইমরান কুরেশিকে বলেছেন, “আমরা তিনচাকার অটো রিকশাতে করে লাউডস্পিকারে বার্তা দিচ্ছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটি কখন এবং কিভাবে ছড়াল তা স্পষ্ট জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, অন্ধ্র প্রদেশে একজনকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। কারণ, ওই ব্যক্তি স্থানীয় তেলেগু ভাষার পরিবর্তে হিন্দিতে কথা বলছিল।

আরেকজন নিহত হয়েছে কাছেরই আরেক রাজ্য তেলেঙ্গানায়। রাতে একটি আমবাগানে ঢোকার সময় লোকজন তার ওপর হামলে পড়ার পর সে হাসপাতালে মারা যায়। বাকী হত্যাকাণ্ডগুলোও অনেকটা একইভাবেই ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

তামিল নাড়ু রাজ্যেও সম্প্রতি কয়েক সপ্তাহে শিশু অপহরণকারী চক্র নিয়ে গুজবে লোকজনের মধ্যে আতঙ্কের খবর পাওয়া গেছে।