শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের পক্ষে ৭৬% ভারতীয়: জরিপ

ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের বিধানে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সই করার পরপরই নাগরিকদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ মানুষ এর পক্ষে রয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 04:21 PM
Updated : 23 April 2018, 04:21 PM

ভারতের স্থানীয় সামাজিক নেটওয়ার্ক ‘লোকালসার্কেলস’ পরিচালিত এ জরিপে আরো দেখা গেছে, ১৮ শতাংশ নাগরিক বিনা প্যারোলে অভিযুক্ত ধর্ষণকারীর যাবজ্জীবন সাজার পক্ষে মত দিয়েছেন। আর তিন শতাংশ মত দিয়েছেন ধর্ষণকারীর ৭ বছরের জেলের পক্ষে।

যৌন সহিংসতা থেকে শিশু সুরক্ষা আইনের (পস্কো) ব্যাপারে নাগরিকদের অভিমত জানতে লোকালসার্কেলস দেশব্যাপী ৪০ হাজার মানুষের ওপর ছয়টি জরিপ চালিয়েছে।

এর মধ্যে দ্বিতীয় জরিপটিতে দেখা গেছে, ৮৯ শতাংশ মানুষই তাদের নিজ নিজ রাজ্যে ছয়মাসের মধ্যে ধর্ষণকারীদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাসের পক্ষে মত দিয়েছে।

ভারতের মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং অরুণাচল প্রদেশও শিশু ধর্ষণকারীদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করেছে।

যৌন সহিংসতার ঘটনা নথিবদ্ধ করতে আরো নারী কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত আরেকটি জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ নাগরিকই প্রতিটি জেলা পর্যায়ের পুলিশ স্টেশনেই অন্তত একজন নারী কর্মকর্তা রাখার পক্ষে মত দিয়েছে।

শিশু ধর্ষণের ক্ষেত্রে ধর্ষণকারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পুলিশ সর্বোচ্চ কত সময় নিতে পারে- এ সংক্রান্ত  চতুর্থ আরেকটি জরিপে দেখা গেছে, ২৮ শতাংশ নাগরিকই বলেছে, এটি ৩০ দিনের মধ্যেই হওয়া উচিত। আর ২৫ শতাংশ নাগরিক বলেছে, এটি হওয়া উচিত ৪৫ দিনের মধ্যে।