মুম্বাইয়ে সেনাবাহিনীর ভবনে অগ্নিকাণ্ড

ভারতের মুম্বাই শহরের কোলাবা ডিফেন্স এরিয়ার একটি দপ্তরে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।  

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 03:07 PM
Updated : 17 March 2018, 03:34 PM

শনিবার সন্ধ্যায় ওই ভবনটিতে আগুন লাগে বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, খবর এনডিটিভির।

দমকলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলের দিকে ছুটে যায় বলে জানিয়েছে তারা।

ওই ভবনটি দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় আফগান গির্জার কাছে বলে জানিয়েছে এনডিটিভি। সেখানকার আসাই ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছিল বলে খবর।   

দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান তারা।

চারটি ফায়ার ইঞ্জিন ও চারটি ফায়ার ট্যাঙ্কার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে জানিয়েছেন তারা।

পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন। আগুনে দপ্তরটির দুটি রুম পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি। 

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই।