ভারতে কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানায় ‘বয়লার’ বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে। আগুন আশেপাশের একাধিক কারখানায় ছড়িয়ে পড়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2018, 05:20 AM
Updated : 9 March 2018, 05:20 AM

এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মহারাষ্ট্রের পালঘর এলাকায় ব্যক্তি মালিকানাধীন রামেদো কেমিক্যালসে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

কি কারণে বিস্ফোরণ হলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের বাড়িঘর কেঁপে উঠে। ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রমোদ পাওয়ার।

আগুন নিয়ন্ত্রণের কাজ এখনও চলছে। কারখানার ‘বয়লার কক্ষে’ বিস্ফোরণের পর অন্যান্য জায়গায় আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

রামেদো কেমিক্যালস কারখানা লাগোয়া একাধিক রাসায়নিক কারখানায়ও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান মহারাষ্ট্র পুলিশের মহাপরিদর্শক মঞ্জুনাথ সিং।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, “আমরা রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বিকট বিস্ফোরণ এবং বাড়িঘর কেঁপে উঠে। ভূমিকম্প হচ্ছে ভেবে অনেকেই দৌড়ে রাস্তায় নেমে আসেন।”