মংডুতে সহিংসতায় নিহত ৮৪, হিসাব দিল মিয়ানমার
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2017 08:02 PM BdST Updated: 27 Sep 2017 08:05 PM BdST
-
রোহিঙ্গাদের পোড়া ঘরের পাশে অস্ত্র নিয়ে সতর্ক মিয়ানমারের এক সেনা সদস্য- ছবি: রয়টার্স
রাখাইন রাজ্যের মংডুতে গত ২৫ অগাস্ট সহিংসতা শুরুর পর এক মাসে মোট ৮৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মিয়ানমার সরকার।
রোহিঙ্গা, হিন্দু, রাখাইনসহ অন্য নৃগোষ্ঠী এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়েই নিহতের এই হিসাব দিয়েছে মিয়ানমারের তথ্য কমিটি, যা বুধবার দেশটির সংবাদপত্রে এসেছে।
গত ২৫ অগাস্ট রাখাইনে সেনা ও পুলিশ ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নির্বিচারে এই মুসলিম জনগোষ্ঠীকে হত্যার অভিযোগের মধ্যে মিয়ানমারের সরকারি এই ভাষ্য এল।
রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, রাখাইনে তাদের নির্বিচারে হত্যার পাশাপাশি ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী, ধর্ষণ করা হচ্ছে নারীদের।
রোহিঙ্গাদের উপর এই দমন-পীড়নকে জাতিগতভাবে নির্মূল অভিযান হিসেবে দেখছে জাতিসংঘ। আন্তর্জাতিক সম্প্রদায়ও মিয়ানমারের সমালোচনায় মুখর।
মিয়ানমার সরকার বরাবরই দাবি করে আসছে, রাখাইন রাজ্যে অভিযান নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অতিরঞ্জিত খবর দিচ্ছে।
গণতন্ত্র ফিরলেও সেনাবাহিনীর কর্তৃত্বের মধ্যে থাকা মিয়ানমারে সরকারের নানা ভাষ্য নিয়ে বরাবরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন তুলে আসছে।
এবার অভিযানের সময় রাখাইন রাজ্যে বিদেশি সাংবাদিকদের ঢুকতে দেয়নি মিয়ানমার সরকার। একবার সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তাদের নেওয়া হলেও সেখানে সরকারের দাবির সঙ্গে বাস্তবতার নানা অসঙ্গতি তুলে আনেন সাংবাদিকরা।

প্রাণ বাঁচাতে পালিয়ে আসছে রোহিঙ্গারা; এদের অনেকে বলেছেন, নিহত স্বজনকে ফেলে আসতে হয়েছে তাদের
সরকারের তরফে দেওয়া হিসাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিহতদের সংখ্যা জানানো হয়। নিহত কারা কোন জনগোষ্ঠীর, তা জানানো হয়নি। তবে কয়েকদিন আগেই মংডুতে ২৮ হিন্দুর লাশ উদ্ধারের কথা সরকার জানায়, ফলে তারাও মোট নিহতের মধ্যে অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া যায়।
এক মাসে ৪৪ জন নিখোঁজ বলেও তথ্য কমিটি দাবি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, মংডুতে গত বছরের অক্টোবরের সহিংসতার পর এক বছরে নিহতের সংখ্যা ১৬৩ জন এবং এই সময়ে নিখোঁজের সংখ্যা ৯১।
বৌদ্ধপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু জেলায় মুসলিম রোহিঙ্গাদের জনাধিক্য রয়েছে। বাংলাদেশে এদফায় পালিয়ে আসা পৌনে ৫ লাখ শরণার্থীর অধিকাংশ এই জেলার।
সহিংসতার জন্য মিয়ানমার সরকার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে দায়ী করে আসছে। তারা দাবি করে আসছে, এই ‘সন্ত্রাসী’ দলটি হত্যাকাণ্ড ঘটাচ্ছে ও জ্বালিয়ে দিচ্ছে বাড়ি-ঘর।
রাখাইনে সেনা অভিযান ৫ সেপ্টেম্বর বন্ধ হওয়ার দাবি মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি করলেও তারপরও সেখানে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দিয়েছে। কক্সবাজারে নাফ নদীর ওপারে মংডুতে ধোঁয়া উড়তে বাংলাদেশ সীমান্ত থেকেও দেখা গেছে।
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
পাকিস্তানের কোয়েটায় বাড়ি ধসে ও পানিতে ডুবে ৬ মৃত্যু
-
পেট্রলের মজুদ ফুরাচ্ছে শ্রীলঙ্কায়, নতুন চালান ‘আড়াই সপ্তাহ পর’
-
ভারতের হিমাচলে গিরিসঙ্কটে স্কুলবাস পড়ে শিশুসহ নিহত ১৬
-
ভারতে হিন্দু দর্জি হত্যার ২ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
-
নূপুর শর্মার বক্তব্য তুলে ধরা সাংবাদিকের বিরুদ্ধে আরও ‘অভিযোগ’
-
শ্রীলঙ্কা: দিনের পর দিন কাটছে পেট্রোল স্টেশনে
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
পাকিস্তানের কোয়েটায় বাড়ি ধসে ও পানিতে ডুবে ৬ মৃত্যু
-
পেট্রলের মজুদ ফুরাচ্ছে শ্রীলঙ্কায়, নতুন চালান ‘আড়াই সপ্তাহ পর’
-
ভারতের হিমাচলে গিরিসঙ্কটে স্কুলবাস, নিহত ১৬
-
ভারতে হিন্দু দর্জি হত্যার ২ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পিএসজির নতুন কোচ গালতিয়ে