মোবাইল নিয়ে বিবাদে সেনার গুলিতে কর্মকর্তা খুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় মোবাইল ব্যবহার নিয়ে বিবাদে এক ভারতীয় সেনার গুলিতে ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 12:48 PM
Updated : 18 July 2017, 12:48 PM

কর্মরত অবস্থায় ওই সেনাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে ফেলেন তার উর্ধ্বতন কর্মকর্তা মেজর শিখর থাপা। তখনই তাকে ফোন ব্যবহার করতে নিষেধ করে ফোনটি জব্দ করেন তিনি।

নিয়ন্ত্রণরেখার মত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ জায়গায় দায়িত্বে থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহারের জন্য ওই সেনকে তিরস্কারও করেন তিনি।

বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিবাদ বাধলে মেজর থাপার ওপর কয়েকটি গুলি চালিয়ে দেন ওই সেনা। ঘটনাস্থলেই মারা যান থাপা।

জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সোমবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখছে সেনাবাহিনী ও পুলিশ।