কানপুরে উদ্ধার অভিযান দ্বিতীয় দিনে, মৃতের সংখ্যা বেড়ে ১৪২
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2016 11:36 AM BdST Updated: 21 Nov 2016 01:51 PM BdST
ভারতের কানপুরে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার অভিযান গড়িয়েছে দ্বিতীয় দিনে, নিহতের সংখ্যা বেড়ে ১৪২জনে দাঁড়িয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
Related Stories
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হতাহত ও বেঁচে যাওয়া যাত্রীদের খোঁজে রোববার রাতভর বগিগুলোর মধ্যে তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। অনেক বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় এ কাজে তাদের মেটাল কাটার, টর্চ ও ক্রেনসহ নানা যন্ত্রপাতি ব্যবহার করতে হচ্ছে।
শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেলে তালগোল পাকিয়ে যায়।
হিন্দুর খবরে বলা হয়, সোমবার দুপুর পর্যন্ত ১৪২ জনের লাশ পাওয়া গেছে, আহত হয়েছেন দুই শতাধিক যাত্রী।


এ দুর্ঘটনা যখন ঘটে, অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে। ইঞ্জিনের পেছনে থাকা দুটি স্লিপার কোচ পরস্পরের সঙ্গে প্রচল্ড ধাক্কায় লোহার পিণ্ডের আকার নেয়। পরের দুটি কোট ছিটকে যায় দূরে ক্ষেতের মধ্যে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আরেকটি এসি কোচ।
এনডিটিভি জানিয়েছে, ইঞ্জিনের পেছনে থাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি বগির মধ্যে একটি প্রায় চ্যাপ্টা হয়ে আরেকটির নিচে আটকে গেছে। ফলে ভেতরে ঢুকে এখনও তল্লাশি চালাতে পারেননি উদ্ধারকর্মীরা।


২৪ ঘণ্টার বেশি সময় উদ্ধারকাজ চলার পর সোমবার সকালে ভারতের রেল মন্ত্রণালয় আহত যাত্রীদের নাম প্রকাশ করেছে। তাদের মধ্যে ৫৮ জনের অবস্থা ‘গুরুতর’।
ভয়াবহ এ দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও রেল লাইনের ত্রুটির কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে বলে রেল কর্মকর্তাদের ধারণা।


এ দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন, নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমকে বর্ণনা করেছেন তারা।
ইয়াকুব আহমেদ নামে একজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “ঘুম ভেঙে ভয়াবহ ঝাঁকুনি টের পাই। কর্কশ শব্দ করে ট্রেন থেমে যায়। আমি মানুষের ভিড়ের নিচে চাপা পড়ে যাই…সবাই সাহায্য চেয়ে চিৎকার করছিল।”


ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু ইতোমধ্যে বলেছেন, এ দুর্ঘটনার জন্য যারাই দায়ী হোক না কেন, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
নিহতদের পরিবার ও গুরুতর আহতদের জন্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।


ভারত সরকার এ বছরের শুরুতে রেল লাইন ও ঝুকিপূর্ণ বগি সংস্কারের ঘোষণা দিয়েছিল। এর আগে গত বছর এ খাতের আধুনিকায়ন ও বিস্তৃতির জন্য পাঁচ বছরে ১৩৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল।
-
উপহারের টিকা অগ্রাধিকারের প্রকাশ: জয়শঙ্কর
-
ভারতে ট্রাক চাপায় ১৫ ঘুমন্ত শ্রমিক নিহত
-
৬ দেশে টিকা পাঠাচ্ছে ভারত
-
ভারতে কোভিড-১৯ টিকা পাওয়া ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
-
ভারতে কোভিড-১৯ টিকা পাওয়া ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
-
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
-
কোভিড-১৯: অ্যাস্ট্রাজেনেকার টিকায় অনুমোদন পাকিস্তানের
-
‘কোভিডের শেষের শুরু’, টিকা নিচ্ছে ভারত
-
উপহারের টিকা বাংলাদেশের জন্য ভারতের অগ্রাধিকারের প্রকাশ: জয়শঙ্কর
-
বন্ধুপ্রতীম ৬ দেশকে টিকা উপহার দিচ্ছে ভারত
-
ভারতে ট্রাক চাপায় ১৫ ঘুমন্ত শ্রমিক নিহত
-
ভারতে কোভিড-১৯ টিকা পাওয়া ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
-
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
-
কোভিড-১৯: অ্যাস্ট্রাজেনেকার টিকায় অনুমোদন পাকিস্তানের
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ