ভারতের মুম্বাই বিমানবন্দরে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
Published : 22 Mar 2016, 10:52 AM
বিবিসি বলছে, পরিত্যক্ত ব্যাগটি থেকে অদ্ভুত গন্ধ আসার পর বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা কচ্ছপের খোঁজ পান।
কর্মকর্তারা জানিয়েছেন, ১৩৯টি রেডিয়েটেড আর বাকি ছয়টি আঙ্গোনোকা কচ্ছপ। সেগুলোকে ‘অমানবিকভাবে’ প্লাস্টিকের ব্যাগে প্যাঁচিয়ে রাখা হয়েছিল।
দুটি রেডিয়েটেড কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু বাকিগুলো জীবিত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা আরো জানিয়েছেন, কচ্ছপগুলো মাদাগাস্কার থেকে নেপালে পাচার হচ্ছিল আর মুম্বাই ছিল ট্রানজিট পয়েন্ট।
তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিরল আঙ্গোনোকা কচ্ছপ প্লাউশেয়ার নামেও পরিচিত। সোনালি ও কালো রঙের নকশা আঁকা পিঠের জন্য এই কচ্ছপ বিশিষ্ট। আন্তর্জাতিক কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি হয় এসব কচ্ছপ।
কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় আইন অনুযায়ী কচ্ছপগুলো মাদাগাস্কার ফেরত পাঠানো হবে।