কবি-গবেষক ভূমেন্দ্র গুহর মৃত্যু

জীবননান্দ দাশের পাণ্ডুলিপির পাঠোদ্ধারকারী কবি-গবেষক ভূমেন্দ্র গুহ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2015, 05:10 AM
Updated : 20 Dec 2015, 07:15 AM

প্রস্টেটের ক্যান্সারে ভুগে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। 

ভূমেন্দ্র গুহের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী জ্যোৎস্না গুহ ও মেয়ে ইন্দ্রানী গুহকে রেখে গেছেন। কলকাতার নিমতলায় রোববারই তাকে দাহ করার কথা।

পঞ্চাশের দশকের বিখ্যাত ‘ময়ূখ’ কবিতা পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ভূমেন্দ্র কবি জীবনানন্দ দাশের শেষ দুবছরের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন।

জীবনানন্দের দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির পাঠোদ্ধারে তার ভূমিকাকে অসামান্য মনে করেন গবেষকরা।  

ভূমেন্দ্র গুহের জন্ম ১৯৩৩ সালের ২ অগাস্ট ভারতের মধ্যপ্রদেশের বিলাসপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সার্জারিতে এমএস করেছেন। ষাটের দশকে ভারতে প্রথম যে ওপেনহার্ট সার্জারি হয়, তার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

ভূমেন্দ্র গুহ কবি জীবনানন্দের পাণ্ডুলিপির পাঠোদ্ধারকারী হিসেবে খ্যাতিমান হলেও তার নিজের কবিতার সংখ্যাও কম নয়।

তার প্রকাশিত কবিতা গ্রন্থ ১১টি। এছাড়া একটি অনুবাদ গ্রন্থও আছে; আর্তুর র‌্যাবোর ‘নরকে এক ঋতু’। বাংলা ভাষায় তিনিই প্রথম স্যাফোর কবিতা অনুবাদ করেন ১৯৫০ সালে।

সম্প্রতি কবি রাহুল পুরকায়স্থর সম্পাদনায় ভূমেন্দ্র গুহর কবিতা সমগ্র বেরিয়েছে দু খণ্ডে।

বাংলাদেশ থেকেও সম্প্রতি তার সম্পাদনায় পর্বে পর্বে বেরুতে শুরু করেছিল জীবনানন্দ দাশের কবিতা।