উবারের চালক শিবকুমারের যাবজ্জীবন কারাদণ্ড

গত বছর ডিসেম্বরে দিল্লিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত উবার ট্যাক্সি কোম্পানির চালক শিবকুমার যাদবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত।

>>রয়টার্স
Published : 3 Nov 2015, 11:33 AM
Updated : 3 Nov 2015, 01:13 PM

মঙ্গলবার দিল্লির একটি আদালত এ রায় দেয়। ভারতের আইনে ধর্ষণের অভিযোগে মামলায় এটি সর্বোচ্চ শাস্তি।

২০১৪ সালের ডিসেম্বরে দিল্লিতে ২৬ বছর বয়সী এক তরুণী অভিযোগ করেন, তিনি ট্যাক্সিতে করে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে শিবকুমার তাকে ধর্ষণ করেছে।

গত মাসে আদালত মথুরার বাসিন্দা শিবকুমারকে ধর্ষণ, অপহরণ ও ওই তরুণীকে ভয়ভীতি প্রদর্শনের অপরাধে দোষী সাব্যস্ত করে।

ডিসেম্বরের ওই ঘটনার পর দিল্লিতে উবারসহ অন-লাইন ভিত্তিক আরো কয়েকটি ট্যাক্সি কোম্পানি নিষিদ্ধ করা হয়েছিল। কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল, চালক নিয়োগের সময় তারা যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।

ওই ঘটনার পর উবার কর্তৃপক্ষ ক্ষমা প্রর্থণা করে এবং ভবিষ্যতে যাত্রী সেবার মান 'আরো ভাল করার' প্রতিশ্রুতি দেয়।

ভারতে বিশেষ করে দিল্লিতে যৌন নির্যাতনের ঘটনা নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।

২০১২ সালে দিল্লিতে বাসে এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও নির্যাতনের পর তার মৃত্যু নিয়ে দিল্লিতে নতুন করে ধর্ষণ বিরোধী কঠোর আইন জারি করা হয়।