স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট অব্যাহতি এবারও

স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানি ও স্থানীয় পর্যায়ে উৎপাদনের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটেও।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2021, 06:45 PM
Updated : 3 June 2021, 06:45 PM

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেছেন।

তিনি বলেন,  “নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের উপর থেকে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করছি।

“স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের কাঁচামাল আমদানির ভ্যাট থেকে অব্যাহতির বিদ্যমান সুবিধা আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করছি।”

নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়।

তবে বিদেশ থেকে স্যানিটারি টাওয়েল(প্যাড) ও ট্যাম্পুন, ন্যাপকিন আমদানিতে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রয়েছে।