গান শোনান গর্ভের সন্তানকে

গর্ভে থাকাকালীন শিশুর সুস্থভাবে বেড়ে ওঠায় গানের রয়েছে বিশাল ভূমিকা। এতে শিশু মানসিক ও শারীরিকভাবে বিকশিত হতে থাকে বলে জানাচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।   

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 06:10 PM
Updated : 7 March 2021, 06:10 PM

সংগীত বিশেষজ্ঞ ইব্রাহিম বলতাগির কথা অনুসারে, গান জন্মের আগে গর্ভে থাকা শিশুর মস্তিষ্ক গঠনে কাজ করে। ছোট শিশুদের ঘুমপাড়ানি গান এজন্যও শোনোনো হয়। অন্তঃসত্ত্বা নারীর মন প্রফুল্ল রাখতেও শুনতে হবে গান।

ইব্রাহিম বলতাগি বলেন, গর্ভে ১৬ থেকে ১৮ সপ্তাহের মাথায় ’ওই ছোট প্রাণ’ প্রথম শব্দ শুনতে পারে। কানের গঠন হয়ে যায় ২৪ সপ্তাহের মধ্যেই। এ সময় শব্দ ও কণ্ঠ শুনে মাথা ঘুরিয়ে সাড়া দেওয়ার ভঙ্গি করতে দেখা যায় গর্ভের শিশুকে।

জন্ম নেওয়ার শেষ কয়েক মাস আগে, গর্ভের শিশু মায়ের কণ্ঠ, ভাষা, গুনগুন করে গানও শুনে শুনে চিনে নিতে পারে।   

ধ্রুপদী সংগীত, মধুর সুর, ঘুমপাড়ানি গান এমন যা কিছু কানে শুনলে মোলায়েম অনুভূতি হয় তাই শোনানো যেতে পারে অনাগত সন্তানকে।