তিনদিন পানির মধ্যে যুদ্ধ করেন নুরূল ইসলাম
Published: 07 Jan 2017 12:16 AM BdST Updated: 07 Jan 2017 12:16 AM BdST
পাকিস্তানি বাহিনী যেদিন মঠখোলা আক্রমণ করেছিল, সেদিন তারা নুরূল ইসলামের দোকানটিও লন্ডভণ্ড করে দেয়। হানাদারবাহিনীর বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করতে তিনি প্রশিক্ষণের জন্য ভারতে যান। প্রশিক্ষণ শেষে টেকেরঘাট থেকে কয়ালারঘাটে যুদ্ধে করতে যান তিনি। এরপর মেজর মোস্তাফিজ তাদের তাহেরপুর যেতে নির্দেশ দেন।
কিন্তু তাহেরপুরে যাওয়া মোটেই সহজ ছিল না। কারণ তখন ছিল বর্ষাকাল। সর্বত্র ছিল পানি আর পানি। তালগাছ দিয়ে তারা ছোট ভেলা তৈরি করেছিলেন। মুক্তিযোদ্ধাদের ৪/৫ জনের গ্রুপ করে বিভিন্ন জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল। পানির মধ্যে অবস্থান নিয়েছিলেন তারা। নির্দেশ দেওয়া হয়েছিল প্রথম গুলির শব্দ শোনার পর, গুলি চালানো শুরু করতে হবে এবং ক্রমশ পূর্বদিকে যেতে হবে।
তাহেরপুরে তিনদিন পানির মধ্যে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। তিনদিন যুদ্ধ করার পর সেখানে আর কোন পাকিস্তানি সৈন্য ছিল না, ছিল কিছু রাজাকার। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বিভিন্ন বাংকার থেকে অনেক আহত নারীকে উদ্ধার করেছিল। সবার শারীরিক অবস্থা ছিল খুবই শোচনীয়। মুক্তিযোদ্ধাদের অসীম বীরত্বে তাহেরপুর শত্রুমুক্ত হয়েছিল।
-
পাকবাহিনীর সামনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন চন্দ্র শেখর রায়
-
আহত হয়েও যুদ্ধে ফিরেছিলেন রিয়াজ উদ্দিন
-
তিনদিন পানির মধ্যে যুদ্ধ করেন নুরূল ইসলাম
-
কিশোরগঞ্জ স্বাধীন হয়েছিল ১৭ ডিসেম্বর
-
যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন হাফিজ আলী
-
বাড়ি থেকে পালিয়ে যুদ্ধে অংশ নেন বদরূজ্জামান
-
বঙ্গবন্ধুর আহবানে জনাব আলী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন
-
আক্তার উদ্দীনের সামনেই তার সহযোদ্ধা মৃত্যুবরণ করেন
-
পাকিস্তানি সৈন্যদের পরাজয়ে উৎফুল্ল ছিলেন সুলতান উদ্দীন আহমেদ
-
সহযোদ্ধাদের মৃত্যুতেও অটুট ছিল জামশেদ আলীর মনোবল
-
যুদ্ধে আহত হয়েছিলেন মোঃ আজিজুল হক
-
পাকবাহিনীকে বহুবার পদর্যুস্ত করেছিলেন ক্যাপ্টেন শচীন কর্মকার
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দ্রুত ৪ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস