যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন হাফিজ আলী
Published: 05 Jan 2017 12:22 AM BdST Updated: 05 Jan 2017 05:22 PM BdST
১৯৭১ সালে মোঃ হাফিজ আলী বুঝতে পেরেছিলেন দেশকে বাঁচানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব। স্বাধীন দেশে মুক্ত বিহঙ্গের মতো চলার স্বপ্নটা ছিল তার চোখে মুখে। সেই লক্ষ্যে হাফিজ আলী ৬ নম্বর সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন।
যুদ্ধের জন্য প্রয়োজন প্রশিক্ষণ। সেটি উপলব্ধি করতে পেরে দুই মাস ভারতের ইয়োথ ক্যাম্পে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে একশ জনকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। যুদ্ধক্ষেত্রে ৭ দিন অবস্থান করার পর তাদের অংশ নিতে হলো মূল অপারেশনে।
এই যুদ্ধে একটা ব্রিজ উড়ানোর দায়িত্ব পড়েছিল মুক্তিযোদ্ধাদের উপর। হাফিজ আলীর সহযোদ্ধা লেঃ সামাদ সাহেব যুদ্ধে শহীদ হন। তার কাছে একটা ওয়্যারলেস ছিল। হাফিজ আলী সেটি উদ্ধার করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন অসতর্ক। মাইনে পা পড়ে যাওয়ায়, গুরুতর আহত হন হাফিজ আলী। তাকে পরবর্তীতে ভারতের একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছয় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।
বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে হাফিজ আলী বলেন, ‘আমরা দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তরুণদেরকেও এখন দেশকে গড়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।’
-
পাকবাহিনীর সামনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন চন্দ্র শেখর রায়
-
আহত হয়েও যুদ্ধে ফিরেছিলেন রিয়াজ উদ্দিন
-
তিনদিন পানির মধ্যে যুদ্ধ করেন নুরূল ইসলাম
-
কিশোরগঞ্জ স্বাধীন হয়েছিল ১৭ ডিসেম্বর
-
যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন হাফিজ আলী
-
বাড়ি থেকে পালিয়ে যুদ্ধে অংশ নেন বদরূজ্জামান
-
বঙ্গবন্ধুর আহবানে জনাব আলী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন
-
আক্তার উদ্দীনের সামনেই তার সহযোদ্ধা মৃত্যুবরণ করেন
-
পাকিস্তানি সৈন্যদের পরাজয়ে উৎফুল্ল ছিলেন সুলতান উদ্দীন আহমেদ
-
সহযোদ্ধাদের মৃত্যুতেও অটুট ছিল জামশেদ আলীর মনোবল
-
যুদ্ধে আহত হয়েছিলেন মোঃ আজিজুল হক
-
পাকবাহিনীকে বহুবার পদর্যুস্ত করেছিলেন ক্যাপ্টেন শচীন কর্মকার
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)