>>অলোকরঞ্জন দাশগুপ্তবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 02:28 PM
Updated : 20 March 2020, 02:38 PM

শেষবার তোমার কোলে মাথা রেখে কেঁদেছিলাম মুজিব যখন

মুত্যুদণ্ড এবং প্রবাসে।

এরপর ফিরলেন তিনি স্বদেশে, সংক্ষিপ্তভাবে উদ্যাপিত হয়ে

নিহত হলেন যেই, কান্নার বদলে ইতিহাসে

পর্যালোচনায় খুব ডুবে গেছি, এবং দেখেছি

অন্যান্য অনেক চোরা খুন;

তথাপি ভেঙে পড়িনি, সৃজিত চৌধুরী আর জাকারিয়াদের

বাঙালির আত্মপরিচয়

বিষয়ক সেমিনারে এমনকি কূটতার্কিকের

ভূমিকা নিয়েছি কিংবা নর্মদা নদীর

সংরক্ষণে যে-নারীটি ব্যস্ত আছে তার

আর্তির ভিতরে কেন আরো যুক্তি নেই ইত্যাকার

পলাপরামর্শের ভিতরে

পংকজ ফারুক আর আলমের সঙ্গে বেফজুল

প্রবৃত্ত হয়েছি।

তার অর্থ নয় এখন আমার

চিদাকাশে অশ্রু নেই, আমি শুধু বলতে চেয়েছি;

এক-এক শতকে শুধু একটি বিরাট কান্না সংঘটিত হয় একবার!


(অলোকরঞ্জন দাশগুপ্ত (জন্ম ৬ অক্টোবর, ১৯৩৩) একজন বিখ্যাত বাঙালি কবি। তাঁর ২০টিরও বেশি কাব্যগ্রন্থ আছে। এর পাশাপাশি তিনি বহু বাংলা ও সাঁওতালি কবিতা ও নাটক ইংরাজি ও জার্মানে অনুবাদ করেছেন। জার্মান ও ফরাসি সাহিত্য অনুবাদ করেছেন বাংলায়। তাঁর বেশ কয়েকটি প্রবন্ধের বইও আছে। তাঁর গদ্যরচনার বিশেষ ভঙ্গি বাংলা সাহিত্যে আলাদা স্থান করে নিয়েছে।)