একসঙ্গে ভেঙ্কটেশ, প্রসেনজিৎ ফিল্মস জাজ

১১ জানুয়ারি শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুই বাংলার চলচ্চিত্র উদ্যোক্তাদের এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, শ্রী ভেঙ্কটেশ ফিল্ম-এর পরিচালক মহেন্দ্র সানী, প্রসেনজিৎ ফিল্ম-এর কর্ণধার চিত্রনায়ক প্রসেনজিৎ, চিত্রনায়ক জিৎ এবং জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার প্রমুখ।

বিনোদন ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2013, 04:13 AM
Updated : 12 Jan 2013, 04:13 AM

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার শীষ মনোয়ার বলেন, ‘এর আগে গত বছরের ২১ ডিসেম্বর কলকাতায় এমএফআইসিসিআই-এর আমন্ত্রণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও  আমি অংশগ্রহণ করি। সে আলোচনায় আমরা চলচ্চিত্রের উন্নয়নে নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় ওপার বাংলার শ্রী ভেঙ্কটেশ ফিল্ম ও প্রসেনজিৎ ফিল্ম জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এতে বিমোহিত হয়েছেন পরিচালক গৌতম ঘোষও।’

তিনি আরো বলেন, ‘আমরা যেন যে কোনো বাংলা চলচ্চিত্র অবাধে আদান প্রদান এবং প্রদর্শন করতে পারি। শ্রী ভেঙ্কটেশ ফিল্ম-এর সঙ্গে ৪টি চলচ্চিত্র ও প্রসেনজিৎ ফিল্ম-এর ৪টি চলচ্চিত্র নির্মাণের জন্য জাজ মাল্টিমিডিয়া শিগগিরই কাজ শুরু করবে। আর দুই বাংলার যৌথ উদ্যোগে চলচ্চিত্র নির্মাণে পরিচালক ঘৌতম ঘোষ কাজ করবেন জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।’

এদিকে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম-এর পরিচালক মহেন্দ্র সানী বলেন, ‘জাজ-এর সময়োপযোগী পদক্ষেপে আমি মুগ্ধ। আমরা একসঙ্গে পথ চলা শুরু করলে বাংলা চলচ্চিত্র অবশ্যই আরেক ধাপ এগিয়ে যাবে মনে করি।’