থই থই পানিতে হাঁসের রাজত্ব

সুনামগঞ্জের ১১টি উপজেলায় অসংখ্য খালবিল, হাওর, জলাশয় হাঁসপালন হয়ে থাকে। এসব হাঁস ঘুরে ঘুরে জলজ, মৎস্যসহ নানান প্রাকৃতিক খাবার গ্রহণ করায় স্বস্তিতে থাকেন খামারিরা। তবে বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিল ও হাওরে পানি কম কমে গেলে হাঁসের জন্য খাবারে ব্যবস্থা রাখতে হয়। ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 11:37 AM
Updated : 5 July 2022, 11:37 AM