বলধার বিরল ফুলের রাজ্যে

পুরান ঢাকার ওয়ারীতে ১৯০৯ সালে বলধা গার্ডেনের গোড়াপত্তন করেছিলেন গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। শুরুতে বিরল লতাপাতা, ঝোপজাতীয় ঘরোয়া উদ্ভিদ, অর্কিড ও ক্যাকটাস রোপণ করেন। ওই অংশের নাম দেন রোমান দেবতা কিউপিডের পত্নীর নামে ‘সাইকি’। ১৯৩৬ সালে এই অংশের গাছপালাগুলোর বংশবিস্তারের জন্য আরও ৩.৮ একর জমিতে বাড়ানো হয় উদ্যান। নতুন অংশের নাম দেওয়া হয় ফ্রিজিয়ান দেবমাতা সিবিলির নামে’। ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2022, 01:25 PM
Updated : 25 March 2022, 01:42 PM