বুড়িগঙ্গার পাড়ের ধোপা

বুড়িগঙ্গার জল গড়িয়েছে অনেক দূর, এই নদী ঘিরে মানুষের জীবন-জীবিকা বদলায়নি। দুই দশকের বেশি সময় ধরে মোহাম্মদ আলী হোসাইন, গোবিন্দ পাল ও রাখাল কর্মকার এ নদীর পাড়ে ধোপার কাজ করছেন। তফাৎ এটুকুই- যখন তারা ধোপার কাজ শুরু করেন, তখন বুড়িগঙ্গার পানি ছিল স্বচ্ছ, এখন সেই পানি ধারণ করেছে কয়লার বর্ণ। মারাত্মক দূষিত পানিতে চলছে কাপড় ধোয়া। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2021, 04:15 AM
Updated : 19 Dec 2021, 06:48 AM