উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2021 11:54 AM BdST Updated: 30 Nov 2021 11:54 AM BdST
পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
সকাল ৯টা থেকেই বুথগুলোতে ভোটারদের লাইন দেখা গেছে। ভোটারদের সুবিধার জন্য ২০টি বুথ বসানো হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৭২২ জন।
আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক সানাউল হক সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালের দিকে ভিড় একটু কম থাকবে ভেবে ভোট দিতে চলে আসছি। বরাবরের মত এবারও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে।”
সোমবার ছিল ডিআরইউর বার্ষিক সাধারণ সভা। নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ডিআরইউ প্রাঙ্গণ। পোস্টার, ব্যানার, লিফলেটে ছেয়ে গেছে চারিদিক।
এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ১৯টি পদে ভোটের লড়াইয়ে আছেন ৪১ প্রার্থী।
শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন করে মোট ১০ জন। সভাপতি পদের লড়াইয়ে আছেন কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ।
আর সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, মসিউর রহমান খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।
সহ-সভাপতি পদে নির্বাচন করছেন আবুল বাশার নুরু, আতিকুর রহমান, ওসমান গণি বাবুল, রাশেদুল হক।
১১টি সম্পাদক পদের মধ্যে দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পর বাকি নয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮ জন।
এর মধ্যে যুগ্ম সম্পাদক মঈনুল আহসান ও শাহনাজ শারমীন; অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম ও শাহ আলম নূর; সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি ও সাইফুল ইসলাম; দপ্তর সম্পাদক পদে কাওসার আজম ও রফিক রাফি; নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না ও তাপসী রাবেয়া আঁখি; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ও এম উমর ফারুক; ক্রীড়া সম্পাদক পদে মাসুদা লিসা ও মো. কবিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন ও সায়ীদ আবদুল মালিক এবং কল্যাণ সম্পাদক পদে জাহাঙ্গীর কিরণ ও কামরুজ্জামান বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া কার্যনির্বাহী পর্ষদের ৭টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, মহসিন বেপারী, মো. আল-আমিন, মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ), মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), এসকে রেজা পারভেজ, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা।
এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাংবাদিক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমরা আশা করছি ভোট শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারব।”
-
পরিচয় গুলিয়ে ফেলায় খেসারত: লিজা বেগমকে বিবিসি দেবে ৩০,০০০ পাউন্ড
-
লড়াইটা এগিয়ে নেবে তোমরা, শিশু সাংবাদিকদের বললেন খালিদী
-
নবসজ্জায় হ্যালোর নবযাত্রা
-
গণমাধ্যমকর্মীর বেতন দিতে হবে মাসের প্রথম ৭ দিনে, সংসদে বিল
-
বেতন বকেয়া: কর্মবিরতির হুঁশিয়ারি রেডিও টুডের কর্মীদের
-
বন্ধই হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট
-
নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের জন্য ‘মেন্টরশিপ’ চালু করেছে ডিডব্লিউ একাডেমি
-
সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদকে শেষ বিদায়
-
পরিচয় গুলিয়ে ফেলার খেসারত: ব্রিটিশ বাংলাদেশি লিজা বেগমকে বিবিসি দেবে ৩০,০০০ পাউন্ড
-
মামলা বাতিলের আবেদন তৌফিক ইমরোজ খালিদীর, সময় চাইল দুদক
-
লড়াইটা এগিয়ে নেবে তোমরা, শিশু সাংবাদিকদের বললেন খালিদী
-
নবসজ্জায় হ্যালোর নবযাত্রা
-
‘সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে’ আরও পিছিয়েছে বাংলাদেশ
-
প্রতিবেদন মুছতে চাপ: বিডিনিউজ টোয়েন্টিফোরের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল