বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওয়ামী লীগ সমর্থিত অংশের নির্বাচনে ওমর ফারুক সভাপতি এবং দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 06:26 PM
Updated : 23 Oct 2021, 06:26 PM

ঢাকাসহ সব জেলা ইউনিটের ভোট গণনা শেষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার ফল ঘোষণা করেন।

ওমর ফারুক সভাপতি নির্বাচিত হয়েছেন এক হাজার ২১৯ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদন্দ্বী আবু জাফর সূর্য পেয়েছেন ৭৫৩ ভোট।

এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও নির্বাহী পরিষদের ১০টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাংবাদিকদের এ সংগঠনের ভোট গ্রহণ করা হয়। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে ১০টি কেন্দ্রে নেওয়া হয় ভোট।

বিএফইউজের এ অংশের ৩ হাজার ১৮০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৯৭৭ জন ছিলেন ঢাকার।

শাহজাহান সরদার বলেন, “প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স দেখিয়ে ভোটগ্রহণ করা হয়েছে।”

নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম, আশিস সৈকত, মহসিন আব্বাস ও শাহনাজ সিদ্দিকী।