সংবাদ মাধ্যমে ‘শৃঙ্খলা’ আনার কাজ চলছে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2021 07:53 PM BdST Updated: 16 Sep 2021 07:53 PM BdST
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সংবাদ মাধ্যমে ‘শৃঙ্খলা’ আনতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “সাংবাদিকরাই গণমাধ্যমের নানা বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা আনার দাবি জানিয়েছেন। আমি সাংবাদিকদের একজন হয়ে সেই চোখ দিয়ে বিষয়গুলো দেখার এবং সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করে বিশৃঙ্খলা দূর করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে শৃঙ্খলা এসেছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে “
টেলিভিশন স্টেশনগুলোর বিষয়ে তিনি বলেন, “বেসরকারি টিভি চ্যানেলগুলোর ক্রম নিয়ে একটা বিশৃঙ্খলা ছিল, কেবল অপারেটরদের কাছে টেলিভিশন চ্যানেলগুলোকে ধরনা দিতে হত। এখন সম্প্রচার শুরুর তারিখ অনুযায়ী চ্যানেলগুলো দেখানো হয়।
“পয়লা অক্টোবর থেকে বিদেশি চ্যানেলগুলো যাতে অনুমতি ছাড়া কোনো বিজ্ঞাপন দেখাতে না পারে, সেজন্য আমরা দেশে প্রচলিত আইন কার্যকর করতে যাচ্ছি। আইপি টিভির ক্ষেত্রেও শৃঙ্খলা আনার চেষ্টা করছি, রেজিস্ট্রেশন দেওয়ার কাজ খুব সহসা শুরু হবে।”
সংবাদপত্রের ‘ভৌতিক’ প্রচার সংখ্যার বিষয়টি তুলে হাছান মাহমুদ বলেন, “ডিএফপিতে পত্রিকার যে প্রচার সংখ্যা, সেটি যুগ যুগ ধরে একটি অবাস্তব সংখ্যা। অনেক সেটিকে ভৌতিক প্রচার সংখ্যা বলেন। পত্রিকা বের হয় তিন হাজার কিন্তু প্রচার সংখ্যা এক লাখ, পত্রিকা বের হয় পাঁচ হাজার প্রচার সংখ্যা দুই লাখ।
“আমরা সেখানেও একটি শৃঙ্খলা আনবো। চারশ’ পত্রিকা গত দুইবছরে একটি সংখ্যাও ডিএফপিতে জমা দেয়নি। ইতোমধ্যেই ১২০টির মতো পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে, কারণ এই পত্রিকাগুলো বের হয় না কিন্তু বিজ্ঞাপন পাওয়ার জন্য মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে যেদিন বিজ্ঞাপন পায়, সেদিন ছাপায়।”
“সাংবাদিকরা দাবি জানিয়েছেন সেখানে শৃঙ্খলা আনার জন্য, সেই দাবি আমাকে সাহস জুগিয়েছে, আমি সেখানে শৃঙ্খলা আনব,” বলেন তিনি।
করোনাভাইরাস মহামারীতে সাংবাদিকদের এককালীন সাহায়তা দেওয়ার কথা বলেন তথ্যমন্ত্রী।
“আমাদের মন্ত্রণালয়ের অব্যবহৃত অর্থ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরাদ্দ দিয়ে এককালীন ১০ হাজার টাকা করে প্রায় সাড়ে ৩ হাজার সাংবাদিককে করোনাকালীন সহায়তা দেয়া হয়েছে। এরপর ২০২১ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব জেনে ১০ কোটি টাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদান দিয়েছেন। এই সাহায্য চলমান রয়েছে।”
সাংবাদিক ইউনিয়ন নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফিন্যানসিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট থেকে চিঠি দেওয়া নিয়ে হাছান মাহমুদ বলেন, “আমিও পত্রিকা দেখে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি।
“সরকার অবশ্যই যে কোনো কারণে হিসাব তলব করতে পারে, ব্যাংক হিসাবও তলব করতে পারে। তবে আমি মনে করি এতে উদ্বেগের কোনো কারণ নাই। যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের আমি চিনি ও জানি। তাদের অনেকের আর্থিক অবস্থাও আমি জ্ঞাত।”
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে হাছান মাহমুদ বলেন, “এটি দেশের সকল মানুষের ডিজিটাল নিরাপত্তা দেয়ার জন্য। একজন সাংবাদিকের বা একজন গৃহিনীর বা যে কারোর চরিত্র ডিজিটাল মাধ্যমে হনন করা হলে তিনি এই আইনে প্রতিকার পাবেন। এই আইন যেন সাংবাদিকদের দায়িত্ব পালনে প্রতিবন্ধক না হয়, সেটি দেখতে হবে।
“গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন আছে, তবে লক্ষ্য রাখতে হবে আমার স্বাধীনতা যেন অপরের স্বাধীনতা ক্ষুন্ন না করে। বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা আছে, অনেক উন্নয়নশীল দেশেও এরকম স্বাধীনতা নেই।”
ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বক্তব্য রাখেন।
-
দৈনিক কালবেলায় যোগ দিলেন আবেদ খান
-
পরিচয় গুলিয়ে ফেলায় খেসারত: লিজা বেগমকে বিবিসি দেবে ৩০,০০০ পাউন্ড
-
লড়াইটা এগিয়ে নেবে তোমরা, শিশু সাংবাদিকদের বললেন খালিদী
-
নবসজ্জায় হ্যালোর নবযাত্রা
-
গণমাধ্যমকর্মীর বেতন দিতে হবে মাসের প্রথম ৭ দিনে, সংসদে বিল
-
বেতন বকেয়া: কর্মবিরতির হুঁশিয়ারি রেডিও টুডের কর্মীদের
-
বন্ধই হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট
-
নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের জন্য ‘মেন্টরশিপ’ চালু করেছে ডিডব্লিউ একাডেমি
-
দৈনিক কালবেলায় যোগ দিলেন আবেদ খান
-
দেশে গণমাধ্যম ‘অবাধ স্বাধীনতা’ ভোগ করছে: তথ্যমন্ত্রী
-
পরিচয় গুলিয়ে ফেলার খেসারত: ব্রিটিশ বাংলাদেশি লিজা বেগমকে বিবিসি দেবে ৩০,০০০ পাউন্ড
-
মামলা বাতিলের আবেদন তৌফিক ইমরোজ খালিদীর, সময় চাইল দুদক
-
লড়াইটা এগিয়ে নেবে তোমরা, শিশু সাংবাদিকদের বললেন খালিদী
-
নবসজ্জায় হ্যালোর নবযাত্রা
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’