প্রতিবেদন মুছতে চাপদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সতিকসাসের
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2021 02:14 PM BdST Updated: 25 Feb 2021 02:14 PM BdST
পুরনো প্রতিবেদন মুছে ফেলার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ‘অনৈতিক’ চাপ প্রয়োগকারীদের বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।
সংগঠনের সভাপতি শামিম হোসেন শিশির এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এক বিবৃতিতে বলেছেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ উদ্বেগজনক।”
গত ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রভাবশালী ব্যক্তিদের ওই চাপের বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রিমিয়ার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সাবেক এমপি এইচ বি এম ইকবালের বিরুদ্ধে গত দেড় দশকে বিভিন্ন সময়ে যেসব মামলা হয়েছে, তার কার্যক্রম আর আদালতের আদেশ নিয়ে অন্য সব সংবাদমাধ্যমের মত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সেসব মামলা থেকে তারা অব্যাহতিও পেয়েছেন। এখন, এতদিন পর, সেসব পুরনো খবর মুছে ফেলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অদ্ভুত কায়দায় চাপ দেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে তিন ডজনের বেশি উকিল নোটিস পাঠানো হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ চার সম্পাদকের নামে। সেখানে বলা হচ্ছে, ওই সব প্রতিবেদন ‘ডিলিট’ না করলে ডিজিটাল নিরাপত্তা আইন ও ‘মানহানির’ অভিযোগে মামলা করা হবে।
ডা. এইচ বি এম ইকবাল নিজে কোনো নোটিস পাঠাননি। বিভিন্ন জেলা থেকে যারা নোটিস পাঠাচ্ছেন, তারা নিজেদের ডা. ইকবালের বন্ধু, শুভাকাঙ্খী হিসেবে পরিচয় দিচ্ছেন।
এর মধ্যে অন্তত একটি নোটিসে ‘বিরূপ পরিণতির’ জন্য প্রস্তুত থাকার ‘হুমকিও’ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এরকম একজন নোটিসদাতা বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ চার সম্পাদকের বিরুদ্ধে ‘মানহানির’ অভিযোগও করেছেন। বৃহস্পতিবার এ বিষয়ে আদালতের আদেশ দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওপর এভাবে চাপ প্রয়োগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সতিকসাসের বিবৃতিতে বলা হয়েছে, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তারপরও ওই প্রভাবশালী ব্যক্তির ‘ব্যবসায়িক স্বার্থ রক্ষার’ নামে বিডিনিউজের ওপর চাপ দেওয়া হচ্ছে, যা স্বাধীন সংবাদ মাধ্যমের জন্য মারাত্মক হুমকি।”
বিবৃতি আরও বলা হয়, “মুক্ত গণমাধ্যম ও স্বাধীনভাবে পেশাগতভাবে দায়িত্ব পালনে প্রভাবশালী মহলের চাপ সৃষ্টি ও প্রতিবন্ধকতা রুখতে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সতিকসাস।”
আরও পড়ুন
পুরনো প্রতিবেদন মুছতে চাপ একটি অপকৌশল: শার্শা প্রেসক্লাব
বিডিনিউজ টোয়েন্টিফোরকে চাপ প্রয়োগকারীদের শাস্তি দাবি বিএফইউজের
বিডিনিউজ টোয়েন্টিফোরের ওপর ‘অনৈতিক’ চাপ নিয়ে ডিইউজের উদ্বেগ
প্রতিবেদন সরাতে চাপ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: সিইউজে
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ প্রয়োগের প্রতিবাদ বিজেএসসির
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ প্রয়োগের প্রতিবাদ তিন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের
বিডিনিউজ টোয়েন্টিফোরের উপর চাপ গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ, চাঁদপুরের সাংবাদিকদের প্রতিবাদ
প্রতিবেদন সরাতে চাপ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: বাগেরহাট প্রেসক্লাব
প্রতিবেদন সরাতে চাপ স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টির কৌশল: চবি সাংবাদিক সমিতি
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ প্রয়োগের নিন্দা রংপুরে
প্রতিবেদন মুছতে বিডিনিউজ টোয়েন্টিফোরের ওপর চাপ: বেরোবিসাসের নিন্দা
-
জনকণ্ঠের সামনে আন্দোলনের মধ্যে সংঘর্ষ
-
সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই
-
জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল আলম মারা গেছেন
-
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যু
-
ফাইনানশিয়াল এক্সপ্রেসের সাংবাদিক আবু আনাসের মৃত্যু
-
ছাঁটাইয়ের প্রতিবাদে জনকণ্ঠের সামনে অবস্থান
-
প্রতিবেদন মুছতে চাপদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সতিকসাসের
-
বিডিনিউজের উপর চাপ স্বাধীন সংবাদমাধ্যমের জন্য হুমকি: ডুজা
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?