চামড়া গলিয়ে হচ্ছে আঠা

পুরান ঢাকার হাজারীবাগ বেড়িবাঁধে চামড়া গলিয়ে বানানো হচ্ছে আঠা। জুতা, বেল্ট , ব্যাগের জন্য ব্যবহৃত চামড়ার অবশিষ্ট অংশ চুন মেশানো পানিতে ৫ দিন ভিজিয়ে রাখা হয়, এরপর নরম চামড়াকে দুদিন আগুনে পোড়ানোর পর রোদে শুকিয়ে তৈরি করা হয় আঠা। এই আঠা রঙ বানাতে, জুতা বানাতে কাজে লাগে। ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2021, 03:29 PM
Updated : 6 Feb 2021, 03:22 PM