রাইম আইস

জার্মানির নুরেমবার্গে সম্প্রতি দেখা গিয়েছিল রাইম আইস। তাপমাত্রা হিমাঙ্কের নিচে কয়েক ডিগ্রি নেমে গেলে পানির ফোঁটাগুলো কোনো কিছুর উপর জমা হয়ে যে বরফের স্ফটিক তৈরি করে, সেটাই রাইম আইস। মাইনাস ৭ ডিগ্রি তাপমাত্রায় গাছপালা আর পত্র-পল্লবে জমা রাইম আইসের ছবিগুলো তুলেছেন মমতাজুল ফেরদৌস জোয়ার্দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2021, 08:35 AM
Updated : 18 Jan 2021, 08:38 AM