ফুলের গ্রাম সাবদিতে এবার ফুটছে ফুল দেরিতে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি গ্রাম ‘ফুলের গ্রাম’ নামে এখন পরিচিত। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরের এই এলাকার মাটি ফুল চাষের জন্য উপযোগী। সেখানে এবার বন্যার পানি দেরিতে নামায় ফুল চাষও শুরু হয়েছে দেরিতে। ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2021, 09:07 AM
Updated : 8 Jan 2021, 09:07 AM