অবিচল ১৪, দৃষ্টি সমুখে
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2020 02:47 AM BdST Updated: 25 Oct 2020 03:53 PM BdST
-
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীরা শুক্রবার তাদের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন ঘরোয়াভাবে, বার্তাকক্ষে কেক কেটে; গল্প-আড্ডা আর স্মৃতিচারণায়
-
প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
-
“বার বার ঘুরে দাঁড়িয়েছি, আগামীতেও তাই করব।”
-
অনেক সংবাদমাধ্যমে অনেকেরই সাংবাদিকতার জ্ঞান আর সত্য প্রকাশের সাহসের অভাব রয়েছে; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এখনও সেসব থেকে মুক্ত: গাজী নাসির উদ্দিন আহমেদ খোকন
-
অরুণ দেবনাথ অনুষ্ঠানে শুনিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শুরুর দিকের সেইসব গল্প
-
আমরা এখন চতুর্দশী?
-
একজন সহকর্মীর ভাষায়, ১৪ বছর মানে দুরন্ত কৈশোর
-
-
-
সাবেক সহকর্মী রাশেদ আহসান বললেন আগামী দিনের চ্যালেঞ্জগুলোর কথা
-
কাজী শাহরিন হক তিন্নির পেশাজীবনের শুরু হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেই
-
-
বয়স হল ১৪
নিম্নচাপের প্রভাবে দিনভর গেল বৃষ্টি, মহামারীর বদলে যাওয়া জীবনে ভাইরাসের ভয় এখন নিত্যসঙ্গী। আগে এবং পরে, বার বার এসেছে আঘাত; যারা জানেন, তারা সেসব জানেন। কিন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামের যে সংবাদমাধ্যমটির কর্মীরা শুক্রবার সন্ধ্যায় তাদের নবযাত্রার ১৪ বছর পূর্তি উদযাপন করলেন, শত সঙ্কটে অবিচল থাকার সংকল্পইতো তারা করেছেন!
২৩ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীই শুধু নয়, বাংলাদেশে ইন্টারনেট সংবাদপত্রেরও যাত্রা শুরুর দিন, বাংলাদেশে কোনো বার্তা কক্ষের ২৪ ঘণ্টা সচল থাকার সূচনা লগ্ন।
বদলে যাওয়া বাস্তবতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীরা এবার দিনটি উদযাপন করলেন একেবারেই ঘরোয়াভাবে, ঢাকার মহাখালীতে নিজেদের বার্তাকক্ষে কেক কেটে আর স্মৃতিচারণ করে, যে বার্তাকক্ষ তাদের কাছে ঘরের চেয়ে কম কিছু নয়।
শুরুটা হয়েছিল ২০০৫ সালের প্রথমার্ধে। অন্যান্য বার্তা সংস্থার মতো ‘বিডিনিউজ’ তখন সংবাদ মাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ এ কাজটি শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

“বার বার ঘুরে দাঁড়িয়েছি, আগামীতেও তাই করব।”
সেই নবযাত্রার রোমাঞ্চ এবং পরের ১৬৮ মাসের অভিযাত্রায় অনেক নতুন মাইলফলক পেরিয়ে আসার গল্প প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নবীন-প্রবীণ সহকর্মীদের মনে করিয়ে দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
যাদের কঠোর পরিশ্রমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আজ কোটি পাঠক, দর্শক, শ্রোতার আস্থার সংবাদমাধ্যম হয়ে উঠতে পেরেছে, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
যে কোনো পরিস্থিতিতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নীতিতে অবিচল থাকার প্রত্যয় ঝরে প্রধান সম্পাদকের কণ্ঠে।
যাদের ঘিরে প্রতিদিন তৈরি হয় সংবাদ, নানা ক্ষেত্রে যারা বাঁক বদলের সাক্ষী, সমাজের বিভিন্ন অঙ্গনের সেইসব রথী মহারথীরাও অন্য বছর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপনে শামিল হন।

অনেক সংবাদমাধ্যমে অনেকেরই সাংবাদিকতার জ্ঞান আর সত্য প্রকাশের সাহসের অভাব রয়েছে; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এখনও সেসব থেকে মুক্ত: গাজী নাসির উদ্দিন আহমেদ খোকন

অরুণ দেবনাথ অনুষ্ঠানে শুনিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শুরুর দিকের সেইসব গল্প
আর সহকর্মীদের মধ্যে যারা বার্তাকক্ষে উপস্থিত থাকতে পরেননি, তারাও অনেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অনুষ্ঠানে। সবার আড্ডায়, গল্পে বার্তাকক্ষ পরিণত হয় মিলন মেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড এডিটোরিয়াল পলিসি কোঅর্ডিনেটর গাজী নাসির উদ্দিন আহমেদ খোকন এখন দৈনিক দেশ রূপান্তরের যুগ্ম সম্পাদক। নিজের পেশাজীবনের একটি উল্লেখযোগ্য অংশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাটানোর অভিজ্ঞতার কথা তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।
তিনি বলেন, অন্য সংবাদমাধ্যমের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মূল পার্থক্যটা ছিল ‘সাংবাদিকতার স্কুলিংয়ে’।
“আমার সাংবাদিকতার অনেক কিছুই তৌফিক ভাইয়ের হাত ধরে শেখা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে আমি এখন না থাকলেও এ প্রতিষ্ঠানের শুদ্ধ সাংবাদিকতা করার যে স্পিরিট, সেটা এখনও ধারণ করি।”
খোকনের ভাষায়, “বাংলাদেশের অনেক সংবাদমাধ্যমে অনেকেরই সাংবাদিকতার জ্ঞানের সমস্যা আছে, সত্য প্রকাশের সাহসের সমস্যা রয়েছে; এখনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সেসব থেকে মুক্ত। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে, সেই আশা আমি করি।”
আর অনুষ্ঠানে আসার আগেই এক ফেইসবুক পোস্টে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন- “অনেক দিন তো হল। এখনো আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজরুমটা মিস করি। বহু আঘাতেও অবিচল আমার প্রিয় এই বার্তাকক্ষ। অভিনন্দন অবিচল ১৪!”
অনেকদিন তো হল। এখনো আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজরুমটা মিস করি। বহু আঘাতেও অবিচল আমার প্রিয় এই বার্তাকক্ষ। অভিনন্দন অবিচল ১৪!
Posted by Gazi Nasiruddin Ahmed on Thursday, October 22, 2020

আমরা এখন চতুর্দশী?

একজন সহকর্মীর ভাষায়, ১৪ বছর মানে দুরন্ত কৈশোর
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব ইংলিশ নিউজ অরুণ দেবনাথ নবযাত্রার সেইসব দিনে ছিলেন এ সংবাদমাধ্যমের বার্তা সম্পাদকদের একজন। সেসব দিনের নানা গল্প তিনি আজকের সহকর্মীদের শোনান।
একজন সংবাদকর্মী হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাজ করার যে স্বাধীনতা পেয়েছেন, সে কথা তুলে ধরে অরুণ বলেন, “একজন মেধাবী সাংবাদিক সব সময় ভালো বস নাও হতে পারেন। কিন্তু তৌফিক ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে আমার ধারণাটা পাল্টে যায়। তিনি আমাদের ওপর কখনোই কিছু চাপিয়ে দেননি।”

বয়স হল ১৪
এক যুগের বেশি সময় ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আছেন রিয়াজুল বাশার, বর্তমানে তিনি ডেপুটি চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, “অনেক ঘাত-প্রতিঘাত এবং বৈরী পরিবেশের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। মানের ক্ষেত্রে আমরা কখনও মাথা নত করিনি।”
বর্তমানে একাত্তর টিভির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাশেদ আহসান এক সময় ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপারেশন্স বিভাগের ম্যানেজার। এ প্রতিষ্ঠানের শক্তির জায়গাগুলো তুলে ধরার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জগুলো নিয়েও তিনি বলেন।

সাবেক সহকর্মী রাশেদ আহসান বললেন আগামী দিনের চ্যালেঞ্জগুলোর কথা

কাজী শাহরিন হক তিন্নির পেশাজীবনের শুরু হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেই
সবাইকে সঙ্গে নিয়ে চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
নানা চড়াই-উৎরাই পেরিয়ে আসার কথা স্মরণ করে তিনি বলেন, “সব আঘাত সামলে আমরা বার বার ঘুরে দাঁড়িয়েছি, আগামীতেও তাই করব।”
-
জনকণ্ঠের সামনে আন্দোলনের মধ্যে সংঘর্ষ
-
সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই
-
জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল আলম মারা গেছেন
-
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যু
-
ফাইনানশিয়াল এক্সপ্রেসের সাংবাদিক আবু আনাসের মৃত্যু
-
ছাঁটাইয়ের প্রতিবাদে জনকণ্ঠের সামনে অবস্থান
-
প্রতিবেদন মুছতে চাপদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সতিকসাসের
-
বিডিনিউজের উপর চাপ স্বাধীন সংবাদমাধ্যমের জন্য হুমকি: ডুজা
সর্বাধিক পঠিত
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কিংবদন্তী অভিনেত্রী কবরীর চিরবিদায়
- করোনাভাইরাস: দেশে দ্বিতীয় দিনের মত শতাধিক মৃত্যু