শাওনের ডালা

স্থানীয় লোকাচার অনুযায়ী প্রতি বছর শাবণ সংক্রান্তিতে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার কুঠিবয়ড়া গ্রামে খোকা মন্ডলের দল আয়োজন করে ‘শাওনের ডালা’ পালার। যমুনা নদী বিধৌত গ্রামগুলোতে সাপখোপের উৎপাত বেশি, তাই দেবী মনসা বা পদ্মমাধবকে তুষ্ট করার লক্ষ্যেই এই পালার আয়োজন হয়, যা মূলত মনসামঙ্গলের অংশবিশেষ, নির্দিষ্ট করে বললে বেহুলা-লখিন্দরের অংশটুকু। ছবি: জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 12:01 PM
Updated : 18 August 2020, 01:48 PM