মুজিববর্ষ: বিডিনিউজ টোয়েন্টিফোরের ‘সবিশেষ’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2020 07:02 PM BdST Updated: 18 Mar 2020 09:15 AM BdST
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে বছরজুড়ে বিশেষ আয়োজন নিয়ে শামিল হল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাঙালি জাতির এই মহানায়কের জীবনের নানা অধ্যায় নিয়ে বিশেষ প্রতিবেদনের পাশাপাশি স্মৃতিচারণ, সাক্ষাৎকার, মতামত, দুর্লভ সব ছবি ও নথি নিয়ে মুজিববর্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ ওয়েবসাইট (bangla.bdnews24.com/mujib100) উদ্বোধন হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিনে মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার নিজ বাড়িতে বসে কম্পিউটারের মাউস টিপে এই ওয়েবসাইট উদ্বোধন করেন শতবর্ষী আওয়ামী লীগ নেতা ইসহাক আলী মাস্টার; যিনি নিজে পেয়েছিলেন বঙ্গবন্ধুর সান্নিধ্য।

উদ্বোধন করে ইসহাক আলী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস বিরাট এক ইতিহাস, এই ইতিহাস প্রচারের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বছরব্যাপী যে প্রোগ্রাম নিয়েছে, তাতে আমি খুব খুশি।”
বঙ্গবন্ধুর কর্মকাণ্ড নিয়ে আরও গবেষণা করে সবাইকে তা জানানোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির সঙ্গে যুক্ত ইসহাক আলী।
শিক্ষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান ছাড়াও একাত্তরের মুক্তি সংগ্রামে সক্রিয়ভাবে অংশও নেন অবসরপ্রাপ্ত এই স্কুল শিক্ষক।
স্মৃতিচারণ করে ইসহাক আলী বলেন, “তখনকার শিক্ষামন্ত্রী সোহরাওয়ার্দী সাহেব গোপালগঞ্জ এসেছিলেন। সেখানে একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন, যেখানে বঙ্গবন্ধু পড়াশোনা করতেন। বঙ্গবন্ধু তখন ছাত্রদের একটি দল গিয়ে বললেন, আমাদের বিদ্যালয়ের এই যে করুণ অবস্থা, …এটা মেরামত করে দিয়ে যেত হবে, নাহলে আপনাকে কলকাতা যেতে দেওয়া হবে না।
“একথা শুনে গণতন্ত্রের মানসপুত্র সোহরাওয়ার্দী সাহেব কিন্তু বুঝতে পারলেন, এই ছেলেটা (শেখ মুজিব), এত সাহসী, তার যে বক্তব্য, তাতে তিনি মুগ্ধ হয়ে গেলেন, গায়ে হাত দিয়ে বললেন, তুমি কলকাতায় আমার সঙ্গে দেখা করবা। তোমার ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ।”
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
এক ভিডিও বার্তায় শতবর্ষী ইসহাক আলীকে দিয়ে বিশেষ ওয়েবসাইট উদ্বোধনের গুরুত্বও তুলে ধরেন তিনি।
তৌফিক খালিদী বলেন, “বেঁচে থাকলে বঙ্গবন্ধুর বয়স হত একশ বছর। ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ার সেই নবজাতক, ঊনিশশো চল্লিশের দশকের তুখোড় তরুণ, ত্রিশও না পেরুনো এক যুবকের তীব্র প্রতিবাদে ভাষার অধিকার রক্ষায় ঝাঁপিয়ে পড়া, ষাটের দশকে বাঙালির স্বাধিকার আন্দোলনের রূপকার, ৫০ বছর পেরিয়েছে কি পেরোয়নি, কিন্তু ১৯৭১ সালে একটি আধুনিক জাতি রাষ্ট্রের জন্মদাতার জন্মশতবার্ষিকীর এই দিন থেকে শুরু হচ্ছে দেশব্যাপী বছরব্যাপী আয়োজন। নিজস্ব আয়োজন নিয়ে আমরাও থাকছি।”
বছরব্যাপী আয়োজনের উদ্বোধন নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক বলেন, বিশেষ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আরেক শতবর্ষী। তিনি রাষ্ট্রপ্রধান নন, সরকারপ্রধান নন, বা সেই অর্থে খ্যাতিমান কেউ নন।
“তবে তিনি শুধু বয়সে নয়, অন্য অনেক কিছুতে অনেককেই ছাপিয়ে যান।”
যা থাকছে বিশেষ আয়োজনে
নানা আয়োজনে সাজানো হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ ওয়েবসাইটটি।
বিশেষ আয়োজনের গুরুত্বপূর্ণ একটি বিভাগের নাম দেওয়া হয়েছে ‘তারবার্তায় মুজিব’।
স্বাধীনতার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রচুর তারবার্তা চালাচালি হয়েছে ঢাকার মার্কিন কনস্যুলেট, রাওয়ালপিন্ডির মার্কিন দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র অধিদপ্তরের মধ্যে। স্বাধীনতার আগে ও পরে তারবার্তা গেছে ব্রিটিশ হাই কমিশন থেকেও। সেখান থেকে বাছাই করা কিছু তারবার্তা নিয়ে প্রকাশ করা হচ্ছে বিশেষ নিবন্ধ।
‘সবিশেষ’ বিভাগে বছর জুড়ে যেসব বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হবে, তাতে তুলে ধরা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের নানা অধ্যায়। ‘মতামত’ বিভাগে থাকছে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে অগ্রগণ্য লেখকদের কলাম এবং গবেষকদের মতামত। বিশিষ্টজনদের সাক্ষাৎকার থাকছে আলাদা বিভাগে।
বিভিন্ন গ্রন্থে বারবারে উঠে এসেছে বঙ্গবন্ধুর নাম, উঠে এসেছে তার রাজনৈতিক জীবনের নানা অধ্যায়। সেসব গ্রন্থ থেকে নির্বাচিত অংশ নিয়ে সাজানো হয়েছে ‘গ্রন্থে মুজিব’ নামে একটি বিভাগ।
বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন- এমন ব্যক্তিদের স্মৃতিচারণ নিয়ে থাকছে ‘স্মৃতিপট’ নামে একটি বিভাগ। আর মাটির কাছের মানুষ যেভাবে মুজিবকে দেখেছে, সেই স্মৃতির রোমন্থন থাকছে ‘জনতার মুজিব’ বিভাগে।
‘সুভাষিত মুজিব’ বিভাগে থাকছে বঙ্গবন্ধুর নিজের বাণী, বিবৃতি, ভাষণ আর উক্তি নিয়ে আয়োজন; শেখ মুজিবকে নিয়ে লেখা কবিতা আর গল্প থাকবে ‘সাহিত্যে মুজিব’ বিভাগে।
নতুন-পুরনো ছবি নিয়ে ‘গ্যালারি’ এবং মুজিববর্ষের ভিডিও প্রতিবেদন নিয়ে ‘মাল্টিমিডিয়া’ বিভাগের পাশাপাশি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবকে নিয়ে ছবির গল্প বলবে ‘মহাজীবনের বাঁকে বাঁকে’।
-
গণমাধ্যমকর্মীর বেতন দিতে হবে মাসের প্রথম ৭ দিনে, সংসদে বিল
-
বেতন বকেয়া: কর্মবিরতির হুঁশিয়ারি রেডিও টুডের কর্মীদের
-
বন্ধই হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট
-
নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের জন্য ‘মেন্টরশিপ’ চালু করেছে ডিডব্লিউ একাডেমি
-
সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদকে শেষ বিদায়
-
২৬ বছর পর ডিআরইউ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি
-
গণমাধ্যমকে ভাষার ব্যবহারে সংবেদনশীল হওয়ার পরামর্শ
-
উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউ নির্বাচন
-
‘সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে’ আরও পিছিয়েছে বাংলাদেশ
-
প্রতিবেদন মুছতে চাপ: বিডিনিউজ টোয়েন্টিফোরের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে
-
গণমাধ্যমকর্মীর বেতন দিতে হবে মাসের প্রথম ৭ দিনে, সংসদে বিল
-
বেতন বকেয়া: কর্মবিরতির হুঁশিয়ারি রেডিও টুডের কর্মীদের
-
বন্ধই হয়ে গেল ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো