গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব

শ্যামা পূজার একদিন পর মঙ্গলবার ঢাকার স্বামীবাগের ইসকন আশ্রমে হয়ে গেল গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব। শাস্ত্র মতে, দেবতা ইন্দ্রের সৃষ্ট মহাপ্লাবন থেকে বৃন্দাবনবাসীকে রক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি উত্তোলন করে তাতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। শ্রীকৃষ্ণের সেই লীলাকে স্মরণ করে আজও ভক্তরা গিরি গোবর্ধনের পূজা করেন; সাথে হয় অন্নকূট উৎসব । ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2019, 11:07 AM
Updated : 29 Oct 2019, 11:07 AM