পদ্ম-শাপলার রাজ্যে

একসময় আশপাশের নিম্নাঞ্চলগুলোর জলাভূমিতে অহরহই দেখা যেত পদ্ম আর শাপলা। জনবসতি বাড়তে থাকায় জলাভূমির বিল-ঝিলের রূপও হারিয়ে যেতে বসেছে। রাজধানী থেকে একটু দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের জিন্দা গ্রামের জলাশয়ে অবশ্য এখনও পদ্ম-শাপলার দেখা মেলে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 11:48 AM
Updated : 27 August 2019, 02:15 PM